সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবে বিএনপির চট্টগ্রাম জেলা উত্তর, দক্ষিণ ও মহানগর শাখার যৌথ সংবাদ সম্মেলনে মহানগর সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী এই হরতালের ঘোষণা দেন।
চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে এক যুবলীগ নেতাকে কুপিয়ে আহত করার জেরে শনিবার রাত থেকে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এরপর রোববার সাংসদ মোস্তফা কামাল পাশার বাড়িতে হামলা চালায় যুবলীগ কর্মীরা।
এ ঘটনায় সাংসদের ছেলে ইকবাল পাশা জাবেদ (৩৫) গুলিবিদ্ধ হন বলে সন্দ্বীপ থানার ওসি গিয়াস উদ্দিন জানান।
সাংসদ মোস্তফা কামাল পাশা ও নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।