আমাদের কথা খুঁজে নিন

   

স্বরণীয় কথা।

আমি একটি মানুষ চাই.........খাটি মনের মানুষ।

গত ঈদুল আজহার পূর্বে মার্কেটে গিয়েছি প্রায় ১০/১১ রমজনের সময়। কিন্তু বিক্রেতাদের পণ্যের দাম শুনেই ঈদের বাজার করার স্বাদ মিটে গেল। তাই ভাবলাম হয়তো ঈদ সন্নিকটে আসলে দাম কিছুটা সাশ্রয় হবে। কিন্তু না, ২৮ রমজানের সময় গিয়ে দেখি একই অবস্থা...।

কিন্তু দাম তো বেশী আছেই তার সাথে যোগ হয়েছে আরেক সমস্যা। মনে হল সেটা পন্যের বাজার নয়, মানুষের বাজার। মার্কেটের ভিতর ঢুকার পথেই পড়লাম মহা বিপদে (মানুষ জ্যাম)। মাঝখানে গিয়ে মনে হল আজই জীবনের সমাপ্তি। পিছনে যাওয়ারও কোন উপায় নাই আর সামনেও যেতে পারছিনা।

পুরো শরীর দিয়ে দর দর করে ঘাম ঝরতেছে। সেখানে মনে হল আমি একটা শক্তিহীন জীব। কারণ সামনের দিকে ধাক্কা দিলে সামনে আর পিছনের দিক থেকে ধাক্কা আসলে পেছনে যেতে বাধ্য হই। তারপর অনেক ধাক্কাধাক্কির পর একসময় মার্কেটে ঢুকলাম। যখন কেনাকাটা শেষ হল তখনো বের হতে ইচ্ছে হচ্ছিল না আগের দুরবস্থার ভয়ে।

প্রায় একঘন্টা পর দেখলাম পথটা কিছুটা হালকা হয়েছে। তখন জান নিয়ে কোনমতে বাসায় পৌছলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।