http://shorob.com/author/bohemian/
২১ হলেই বিয়ে হবে !হতেই হবে,হলেই ভাল !
দিতে হবে,দিতেই হবে ,দিকে দিকে আগুন জ্বালো !
২১ মানে আকাশ উচুঁ,সাগর গভীর প্রেম মাখা বুক !
হৃদয় কেমন বিদ্রোহী আজ,বাজছে কেমন, ধড়াস ধড়াস ধুক!
চন্দ্রছায়ায় জোনাক জ্বলে,মনটা হারায় তোমার চুলে !
২১ বলেই প্রতি রাতে,দেখছি আমি স্বপ্ন ভুলে !
চোখ দুটি তোর অতল গভীর ইচ্ছে মতো রোজ পাড়ি দেই !
২১ এলেই ক্ষুব্ধ আকাশ রুদ্র ঝড়ে...গিটারটা নেই !
আকাশ ছোবো!ধুত্তেরি ছাই!বুঝছে না কেউ ,২১ মানেই আকাশ হওয়া!
২১ মানে অহংবোধে,প্রবল রোষে,গ্রীক দেবতা জোরসে ধাওয়া!
২১ মানে হাওয়ায় দুলে তুর্কি নাচন,বস্ত্রহীনের সাম্বা নাচ !
২১ হলে বাধঁন ভাঙার আওয়াজ শোনা ,ভব্যিষ্যতের নতুন আজ !
আকাশ পাতাল ফুড়ঁছি মাটি ,ধুচ্ছি সাগর ,তবুও আমি আইনে বাধা!
চাইছি সখি ,পারছি না তো করতে বিয়ে ,আইনবিদরা মস্ত গাধা!!
পেছনের কথা
আমি এই ছড়া টি লিখেছিলাম ২১ বছর বয়সে, আফসুস!!! আগামী মাসে ২৩ হবে,তবুও বিয়ে হয় নাইক্কা !!! আম্মু বলতেছে ২৮ এ দিবে ।
আফসুসের কাহিনী
চলো বিয়ে করে ফেলি ! (কিছুটা সত্য, কিছুটা মিথ্যা ,কিছুটা অতিরঞ্জিত ...)
অফার করার জন্য /মেয়ে পটানোর জন্য হাফ ডজন *ফ্রি* অণুকাব্য
ছবি কৃতজ্ঞতা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।