আমাদের কথা খুঁজে নিন

   

আমার চোখে জীবন, জীবনকে যভোবে দখেি আমি



জীবন, এই শব্দটা উচ্চারণ করতে কতো সময় প্রয়োজন ? এক সেকেন্ড। খুব ছোট্ট একটা শব্দ, তাই না ? অথচ, এটি শ্রেফ একটি শব্দ নয়, এর বিশালতা, এর সম্ভাবনা তোমার কাছে সে রকমই- তুমি জীবনকে যেভাবে দেখ। অর্থাৎ, এক এক জনের দৃষ্টিভঙ্গির উপরেই মূলত নির্ভর করে জীবনের ভিন্ন ভিন্ন অর্থ। তুমি যদি জীবনকে ছোট করে দেখ তবে তোমার কাছে জীবন- ক্ষুদ্র, আর তুমি যদি জীবনকে একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখ তবে দেখবে জীবন কতোটা বিশাল, কতোটা সম্ভাবনাময় ! তোমার নিজস্ব দৃষ্টিভঙ্গির উপরই মূলত নির্ভর করবে তোমার জীবনটা কেমন হবে। জীবন আমার কাছে একটা রোমাঞ্চকর অগ্রযাত্রা, আর আমি এই যাত্রার অভিযাত্রিক।

জীবন আমার কাছে এক দুঃসাহসিক অভিযান। আর এ অভিযানে আমাকে জয়ী হতে হবে। আসলে, জীবন প্রত্যেকের জন্যই একটা দুঃসাহসিক অভিযাত্রা (অ্যাডভেঞ্চার) এবং এই অভিযাত্রার রয়েছে একটা গোল্ডেন গিফ্ট। সবার লক্ষ্য ঐ গোল্ডেন গিফ্টটাই হওয়া উচিৎ। আর অ্যাডভেঞ্চারে জয়ী হতে হলে সঠিক সময়ে সঠিক কাজটি করতে হবে তোমাকে।

সঠিক সময়ে সঠিক কাজটিই ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাবে তোমাকে তোমার লক্ষ্য পানে। জীবনটাকে তুমি সুডোকুর ছকের মতো ভাবতে পারো। সুডোকুর ছকে ছোট্ট একটা ভুল যেমন সম্পূর্ণ সুডোকুর ছকটাকে এলামেলো করে দিতে পারে মুহূর্তেই, ঠিক তেমনি জীবনের বিভিন্ন পর্যায়ে গৃহীত ছোট্ট একটা ভুল সিদ্ধান্ত এলোমেলো করে দিতে পারে তোমার সম্পূর্ণ জীবন। আর তাই, জীবনের প্রত্যেকটা পদক্ষেপ খুব ভেবে চিন্তে, খুব সতর্কতার সাথে নিতে হয়। আর নির্ভুল ভাবে এটা করতে পারলেই একসময় তুমি দেখবে- জয়ী এক মাত্র তুমিই, অর্থাৎ, You are The One. মনে রেখো, জীবন একটা রোমাঞ্চকর অভিযান।

আর এই অভিযানের মূল উদ্দেশ্যই হলো গোল্ডেন গিফ্টটাকে অর্জন করা, এবং সেই গোল্ডেন গিফ্টটাকে পেতে হলে তোমাকে যেতে হবে সুডোকুর মতো এক কঠিন ছকের ভেতর দিয়ে। ছোট্ট একটা ভুল এলোমেলো করে দিতে পারে তোমার সমস্ত জীবনটাকে, আর তাই বলবো -No mistake, Be The Champion, Be The One!

সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.