আমাদের কথা খুঁজে নিন

   

শ্রদ্ধা আর ভালোবাসায় সাংবাদিক মাহবুব মতিনকে চিরবিদায়

zahidmedia@gmail.com

শ্রদ্ধা আর ভালবাসায় মঙ্গলবার চির বিদায় জানানো হল চ্যানেল আইয়ের সদ্য প্রয়াত যুগ্ম বার্তা সম্পাদক মাহবুব মতিনকে। মিরপুর বুদ্ধিজীবী করবস্থানে সমাহিত করা হয় মাহবুবকে। মঙ্গলবার মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয় সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয় প্রাঙ্গণে। পৃথিবীর মায়া কাটিয়ে মাহবুব মতিন প্রকৃতির চরমসত্য মৃত্যুর কোলে তিনি নিজেকে সঁপে দিয়েছেন ১০ অক্টোবর। সেদিনই চ্যানেল আইয়ের সিদ্ধেশ্বরীর কার্যালয়ের সামনে প্রথম নামাজে জানাজার পর বারডমে হাসপাতালের হিমঘরে ছিলেন তিনি।

মঙ্গলবার দ্বিতীয় যানাজার জন্য তাঁর মরদেহ নেয়া হয় সংবাদ প্রতিবেদকদের প্রতিষ্ঠান, জীবদ্দশায় তাঁরই প্রিয় আঙিনা ঢাকা রিপোটার্স ইউনিটিতে। শত শত সহকর্মী আর শুভানুভ্যায়ীর অশ্রুসজল প্রতীক্ষা ছিল তার জন্য। কেউই মেনে নিতে পারছেন না এই সাথীর অকালে ঝরে যাওয়া। সদাহাস্য-বন্ধুপ্রতিম, নির্ভীক সাংবাদিক মাহবুবকে শেষ শ্রদ্ধা জানায় প্রধানমন্ত্রীর পক্ষে তাঁর বিশেষ সহকারী ও প্রেস সচিব এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন, বাংলাদেশ আওয়ামী লীগ, তাঁরই হাতে গড়া সংগঠন ছোটরাইয়ের সদস্য, বার্তা সংস্থা ফোকাস বাংলা নিউজ এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ। জানাজা ও শ্রদ্ধা নিবেদন শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবি করবস্থানে দোয়া ও মোনাজাতে হয় মাহবুব-এর আত্মার শান্তি কামনায়।

চিরনিদ্রায় শায়িত হন মাহবুব মতিন। চোখের আড়ালে চলে গেলেন মাহবুব, কিন্তু তাঁর অপার ভালবাসা-শ্রদ্ধা-স্নেহের গুণ এবং কাজ দিয়ে অনন্তকাল বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে। চ্যানেল আই নিউজ এর প্রতিষ্ঠাকালিন সদস্য মাহবুব মতিন। পেশাদারী মনোভাবের মতোই অফিসিয়াল দায়িত্বের পাশাপাশি সহকর্মীদের আনন্দে মাতিয়ে রাখতে জুড়ি ছিল না তাঁর। অনুসন্ধানী রিপোর্টিংয়ে দক্ষ মাহবুব একাধিকবার দায়িত্ব পালন করার সময় স্পটে পুলিশের নির্যাতনের শিকার হয়েছেন।

নির্ভিক এই রিপোর্টার, সিনিয়র রিপোর্টার হয়ে পরে হয়েছেন যুগ্ম বার্তা সম্পাদক। মাহবুব মতিনের গ্রামের বাড়ী কুমিল্লার লাকসাম উপজেলায়। বাবা মরহুম মাওলানা আব্দুল মতিন। বাবার চাকরীর সূত্রে মাহবুব মতিনের জন্ম পাকিস্তানের করাচীতে ১৯৭০ সালে ২২ শে জুলাই। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এম এ করার সময় থেকেই শুরু করেন লেখালেখির।

একাধারে চিত্র সমালোচক, কবি এবং সংগঠক ছিলেন মাহবুব মতিন। তাঁর সাংবাদিকতার শুরু ১৯৯০ সালে, দৈনিক মিল্লাতে। কাজ করেছেন রুপালী, ভোরের কাগজ এবং সংবাদেও। ২০০১ সালে চ্যানেল আই সংবাদের সূচনা থেকেই ছিলেন মাহবুব। সাংবাদিকতার পাশাপাশি সাংস্কৃতিক এবং সামাজিক কর্মকান্ডেও জড়িত ছিলেন তিনি।

ছোটদের দিয়ে গড়ে তুলেছিলেন সংগঠন ছোটরাই। দেশের কর্মরত সাংবাদিকদের জন্য প্রথম ওয়েবসাইট জার্নালিষ্টবিডিডট চালু করে তিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রশিক্ষন ও গবেষনা সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন একবার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।