প্রত্যেক নাস্তিক ও তার নিজস্ব নাস্তিকত্বে আস্তিক,যেমন সকল নাস্তিক ই বলে আল্লাহ নাই ভগবান নাই,আমরা বান্দর থেইক্কা মানুষ হইছি ইত্যাদি কিন্তু এইটাও যে নাস্তিকতার আস্তিকতা সেইটা কি তারা বুঝে!!
আইজকা আমার ব্লগে এক বছর একদিন।কেম্নে কেম্নে একটা বছর চইলা গেল ধরতেই পারলাম না।
বিশেষ কারনে আজকে লেট নাইট পর্যন্ত অফিস করতেছি তাই বর্ষ উৎযাপন পোষ্ট মারিতেছি কেও মাইন্ড খাইয়েন না।
সবাই বর্ষ উৎযাপন পোষ্ট দেয় তাই আমার দেয়া কারন আমিও যে আপনাদের মাঝের একজন।
তবে সামু আমাকে অনেক দিয়েছে
আমি সামুর নিকট কৃতজ্ঞ।
সামু তোমার ধারা অটুট থাকুক অনেকদিন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।