দেশের ভাল মন্দ দেখার দায়িত্ব আমাদেরই...আসুন দেশটাকে সুন্দর করি।
সকালে নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ডা. সেলিনা হায়াত আইভীকে ট্রাক চাপায় হত্যা চেষ্টা চালানো হয়েছে- এ ঘটনার জের ধরে মেয়র সমর্থক পৌর সভার কর্মচারী, ছাত্রলীগ-আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সমর্থক শ্রমিকদের মধ্যে কয়েক দফা সংঘর্ষে প্রায় অর্ধশতাধিক আহত হয়েছে। আহতদের মধ্যে মহিলা কাউন্সিলর, পুলিশ, পৌর কর্মচারী ও ট্রাক শ্রমিক রয়েছে।
জানা গেছে, সকাল ১১টায় পৌর মেয়র ডা. সেলিনা হায়াত আইভী পৌর সভায় যাওয়ার পথে মন্ডলপাড়া ব্রিজের সামনে একটি ট্রাক সামনে থেকে মেয়রের গাড়িতে ধাক্কা দেয়। মেয়র আইভী এর প্রতিবাদ করলে ট্রাকারোহী খোকা, সবুজ ও জসিম মেয়রের সাথে দুর্ব্যবহার করে।
এ সময় জনৈক ইব্রাহীম পিছন থেকে ট্রাক উঠিয়ে দেওয়ার নির্দেশ দেয়। এ সময় পৌর কাউন্সিলার মিনু আরা বেগম ও দিলারা মাসুদ ময়না মেয়রের সমর্থনে এগিয়ে এলে ট্রাক শ্রমিকরা দুই মহিলা কাউন্সিলরকে লাঞ্ছিত করে। খবর পেয়ে পৌরসভা থেকে পৌর কর্মচারী, ছাত্রলীগ-আওয়ামী লীগ নেতা-কর্মীরা ছুটে আসে এবং উক্ত ট্রাকসহ সবুজ ও জসিমকে আটক করে পৌরসভায় নিয়ে যায়। পরে বেলা ১২টায় পৌর মেয়র তার সমর্থক নেতা-কর্মীদের নিয়ে মন্ডলপাড়া ব্রিজের ওপর অবস্থান গ্রহণ ও সড়ক অবরোধ করে পথসভা করে। এ সময় মেয়র অভিযোগ করেন, জাতীয় পার্টির এমপি নাসির ওসমানের ছত্রছায়ায় আজমিরী ওসমান হাজি রিপন পরিবহন শ্রমিক নেতা টেঙ্গিম, মোক্তার, মজিদ ও হাসান নারায়ণগঞ্জে পরিবহন সেক্টরে সন্ত্রাস চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, নারায়ণগঞ্জ সদর থানার ওসি আক্তারের সাথে যোগসাজশে তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছে। পরিবহন সন্ত্রাসীদের কাছ থেকে পুলিশ সুপার ও ওসি নিয়মিত মাসোহারা পাচ্ছে। তিনি আগামী ২৪ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার এবং পুলিশ সুপার ও ওসিকে প্রত্যাহার করার জন্য সরকারের কাছে দাবি জানান।
অন্যথায় জনগণকে সাথে নিয়ে নারায়ণগঞ্জের বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে। এ সময় জাতীয় পার্টির শ্রমিক নেতা হাজি রিপনের সমর্থকরা ট্রাক মালিক সমিতির অফিসের সামনে জড়ো হয়।
পথসভা শেষে পৌর মেয়র পৌর সভায় ফেরার পথে হাজি রিপনের সমর্থক শ্রমিকদের সাথে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় পুলিশ যথাযথ দায়িত্ব পালন না করায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে খবর পেয়ে র্যাব-১১ সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনার প্রতিবাদে বিকেলে জাতীয় পার্টির নেতা হাজি রিপনের নেতৃত্বে একদল শ্রমিক হাতে লাঠি নিয়ে ব্যানারসহ নারায়নগঞ্জ প্রেসক্লাবের সামনে সমাবেশ করে পৌর মেয়র আইভীর পদত্যাগ দাবি করে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।