ফ্রিজ বিক্রেতারা বর্তমানে চালাকি করে ফ্রিজের মান লিখে লিটার হিসেবে আমরা যারা আগের সিএফটি হিসাবে চলছি তারা পড়ি বিপাকে। কারন সেদিন আমি হিটাচির ১টা ফ্রিজ দখতে গেলাম যা ২২০ লিটার লেখা, তারা বলছে যে এটা ১২ সিএফটি অথচ আমার মনে হল ৮ বা তার কাছাকাছি হবে। খটকায় পড়লাম । যেহেতু লিটার বনাম সিএফটি হিসাবটা জানা নাই তাই আর তর্কে গেলাম না
নিচে লিটার বনাম সিএফটি হিসাব তুলে দিলাম, আপনাদের সুবিধার জন্য
১ সিএফটি = ২৮.৩ লিটার
৮ সিএফটি = ২২৬.৪ লিটার
১০ সিএফটি = ২৮৩ লিটার
১২ সিএফটি = ৩৩৯.৬ লিটার
১৪ সিএফটি = ৩৯৬.২ লিটার
২৪ সিএফটি = ৬৭৯.২ লিটার
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।