অপেক্ষায়
আমি দেখছি আমার জানালা থেকে
গলির উপর পড়ে থাকা এক চিলতে নরম রোদ
স্নিগ্ধতায় যে ভরে দিচ্ছে
পাশের চারতলার কাপড় শুকোতে দেওয়া
বারান্দাটিকে
রিকসার টুংটাং আওয়াজে আমি তন্ময় হয়ে
তাকিয়ে রই গলির শেষ মাথার ল্যাম্পপোষ্টের দিকে
যেখানে ঝুলছে কাক কবুতর শালিকের
বিশ্রামাগার
আমি তৃপ্ত হচ্ছি দেখে দেখে
একে একে আজকের শুক্রবারের ছুটির দিনের প্রতিটি সময়কে
সময় ভাগ হয়ে গেছে
আমি তরিয়ে তরিয়ে উপভোগ করছি সময়কে
মাঝে মাঝে তন্ময়াতা কেটে যাচ্ছে
কর্কশ গলার শব্দে কাজের আহবানে
আমি সাড়া দিই না
চেয়ে থাকি আমার জানালা ধরে এক চিলতে
স্নিগ্ধ রোদের দিকে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।