আমাদের কথা খুঁজে নিন

   

পল্টনস্থ ব্লগাড্ডা এখন সার্বজনীন ! দিন তারিখ চূড়ান্ত । মুক্ত প্রাণে জমিয়ে তুলুন ব্লগাড্ডা।

যে নদীর গভীরতা বেশি, তার বয়ে চলা স্রোতের শব্দ কম।

হ্যালো ব্লগার, অকৃত্রিম শুভেচ্ছা আপনাদের জন্য। পল্টনস্থ ব্লগাড্ডায় আপনাদের বিপুল সমর্থন পেয়ে আমরা কৃতজ্ঞ। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাদের এই আড্ডা কেবল পল্টনেই সীমাবদ্ধ থাকছে না, এখন হবে সার্বজনীন আড্ডা। সুতরাং আপনি যেখানেই থাকুন না কেন অংশ নিতে পারেন ব্লগাড্ডায়।

আড্ডার তারিখ : ২৩ অক্টোবর । শুক্রবার। আড্ডার স্থান : বলধা গার্ডেন (পশ্চিম পাশের সিঁড়ি), টিকাটুলি । আড্ডার সময় : বিকাল ৪.০০টা থেকে শুরু। আড্ডার বিষয় : উন্মুক্ত।

জরিমানা (চাঁদা বলতে লইজ্জা লাগে !) ফি : টাকা ৫০/-মাত্র। ( কিন্চিত বাড়তে/ কমতে পারে)। প্রবেশ ফি ৫টাকা নিজ দায়িত্বে বহন করবেন। ..... তো, আসুন তবে আড্ডা দেই! আড্ডায় যদি প্রাণের সঞ্চার হয়, আড্ডায় যদি সম্পর্ক সুদৃঢ় হয়, আড্ডায় যদি প্রিয় মানুষদের পেয়ে ব্যক্তিগত কষ্টগুলো ভুলে থাকা যায়... ...তাহলে আড্ডা দিতে ক্ষতি কী ? আড্ডায় স্বাগতম। প্রয়োজনে : ০১৬৭৪৭৯১৫৫৪ ( আমি !) ০১১৯৫২২৪৪৯২ (এস.কে.ফয়সাল আলম) ০১৯১৪২১০২৬০ (সায়াদ) আড্ডা সম্পর্কিত আমার পূর্বের পোস্ট এস.কে.ফয়সাল আলম লিখেছেন... সায়াদ লিখেছেন...


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।