খবর চলে এসেছে, আমাকে আমার হ্যাংগার ছেড়ে বেরিয়ে আসতে হবে। সেই রুহ জগত থেকে দেখেছি মানব জীবনের এই বেরিয়ে আসা যে কত বিচিত্র হয়!!!
কোনটা হয় পরম আকাংখিত, কোনটা চরম অনাকাংখিত, কোনটা সুখের, আবার কোনটা করুণ, কোনটার খবর ছড়িয়ে পড়ে সারা রাষ্ট - এমনকি ভৌগলিক সীমানা ছাড়িয়ে সারা বিশ্ব ছড়িয়ে পড়ে। তার জন্ম হওয়ার ছবি নিয়ে চলে মিলিয়ন-মিলিয়ন ডলারের বানিজ্য। আবার কোনটা এত নিভৃতে হয় যে পাশের কামরার মানুষও জানতে পারে না - কখন সে এল।
কারো আগমন বার্তার জন্য অপেক্ষা করে বাক্স-বাক্স মিস্টি, কারো জন্য চোখের জল।
কারো জন্য ডজন ডজন কোল অধীর আগ্রহে ধৈর্য্য ধরে থাকে, কারো জন্য অপেক্ষা করে ডাস্টবিনের কোনা। কেউ আসে মায়ের আশির্বাদ হয়ে, কেউ হয় অভিশাপ।
এখানেই শেষ নয়, তৃতীয় বিশ্বে মানব আগমন আরো জ্বালাময়। আমার লিংগ কি সেটাও একটা ফ্যাক্টর !!! মানব সন্তানটি বৈধ কি অবৈধ সেটা তো এক মহা প্রশ্ন যার উপর ঠিক হবে সন্তানটির বিশেষণ। আরে, বাচ্চাটি তো মাত্র জন্মাল - তার কাজের উপর নির্ভর করবে তার বিশেষণ।
আরেকজনের বৈধ-অবৈধ কাজের উপর নির্ভর করছে তার বিশেষণ !!! আজব !!!!!!!!!!!!!!!
এই বাচ্চাটার দোষটা কোথায় ???
আচ্ছা, জারজ সন্তান না বলে এই সন্তানের "জারজ মা-বাপ" বলা যায় না ?!
এই সব সাত-সতর কাহিনী দেখে রুহ জগতে ভাবতাম - এই মানব জন্ম না হয়ে যদি অন্য কোন প্রাণীর উদরে জন্মাতাম !!! কোন প্রশ্ন হোত না, আমি পুরুষ কি নারী, বৈধ কি জারজ।
জানি না, আমার আগমন বার্তা কিরকম হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।