সামুতে বারবার ইসলাম ধর্মকে অবমাননা করলেও কর্তৃপক্ষের নিশ্চুপ থাকার বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে ব্লগিং বন্ধ করলাম এখানে। ধিক্কার সামুর কর্তৃপক্ষকে
ইন্টারনেট ঘাটাঘাটি করতে গিয়ে মাঝে মাঝে মজার কিছু সাইট পাওয়া যায়, নিছক বিনোদনের হলেও কিছু কিছু বেশ দরকারি, এগুলোই চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করতে....
নিজের পছন্দের লেখা(ইংরেজি) শুনুনঃ
অনেক সময় আমরা অনেক বড় রিপোর্ট/খবর/প্লান/লেকচার শিট পড়ি, অথবা নিজের ইংরেজী লেখার পর পড়তে বেশ বিরক্ত লাগে রিভিশন দিতে, এক্ষেত্রে নিচের সাইট ২টি ব্যবহার করতে পারেন, আপনার লেখা পড়িয়ে শোনাবে
vozme.com: এই সাইট ব্যবহার করা খুবই সহজ। শুধু লেখাটা টেক্সট বক্সে দিলেই "ক্রিয়েট এমপি৩" বাটন এ ক্লিক করলেই এমপি৩ ফাইল তৈরি হবে, এরপর আপনি শুনতে পারবেন। তবে এখানে লেখার শব্দ সীমিত, বেশি লেখা হবে বারবার পেষ্ট করতে হবে, তবে এখানে কোন সাইনআপের দরকার নাই। এই সাইট ইংরেজির পাশাপাশি হিন্দি, স্প্যানিশ, পর্তুগীজ, কাটালা ভাষা সাপোর্ট করে। vozeme
spokentext- এই সাইট ব্যবহার করতে হলে ফ্রি রেজিঃ করতে হবে, এটা আরো বেশি সুবিধা সম্পন্ন, কারন এই সাইট টেক্সট ফাইলের সাথে সাথে পিডিএফও সাপোর্ট করে। দেখুন একবার ট্রাই করেঃ
spokentext
ভালো লাগবে আশা করি
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।