আমাদের কথা খুঁজে নিন

   

শুধুমাত্র ব্রিটিশ খেদাও আন্দোলনের জন্য ৫ বার নমিনেশন পেয়েও শান্তিতে নোবেল পাননি মহাত্মা গান্ধী

ফেসবুকে আমারে "বিডি আইডল" নামে সার্চ দিয়া পাওয়া যাবে
ওবামার বিনা কারণে শান্তিতে নোবেল পাওয়া নিয়ে অনেকের মধ্যেই অস্হিরতা দেখা যাচ্ছে....তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি...রাজনৈতিক কারণে নোবেল পাওয়া বা না পাওয়া এইবারই প্রথম নয়... ১৯৩৭, ১৯৩৮, ১৯৩৯, ১৯৪৭ এবং ১৯৪৮ এই ৫ বার মনোনয়নের শীর্ষে থেকেও নোবেল পাননি মহাত্বা গান্ধী....তখন বিশ্ব শাসনে বিট্রিশরা...তাদেরকে ক্ষেপিয়ে তোলার মত হেডম নোবেল কমিটির ছিল না...(এখন যেমন আমেরিকানদের ক্ষেপানোর হেডম নাই)....অফিসিয়ালী নোবেল কমিটি এই নিয়া একটা দু:খ প্রকাশ করেছিল ১৯৮৯ তে যখন দালাই লামাকে শান্তিতে নোবেল দেওয়া হয়... "in part a tribute to the memory of Mahatma Gandhi" রাজনৈতিক কারণে যারা নোবলে পেয়েছেন তাদের কিছু নামঃ 2000 - Kim Dae-jung 1994 - Yasser Arafat, Shimon Peres, Yitzhak Rabin 1991 - Aung San Suu Kyi 1990 - Mikhail Gorbachev 1989 - The 14th Dalai Lama 1978 - Anwar al-Sadat, Menachem Begin 1973 - Henry Kissinger, Le Duc Tho এদের সম্পর্কে বিস্তারিত পাওয়া যাবে এই লিংকে... সে হিসাবে প্রেসিডেন্সী পাওয়ার ২ মাসের মাথায় (ফেব্রুয়ারীতে নোবেল নমিনেশন বন্ধ হয়) মনোনয়ন পাওয়া ওবামা হয়তবা অনেক নিরপেক্ষ নির্বাচন... মাহবুব মোর্শেদের ওবামা এবং মোস্ট ডিপ্লোম্যাটিক নোবেল প্রাইজ লেখায় এর রাজনৈতিক কারণটা উঠে এসেছে চমৎকার... সব শেষ কথা...আমাদের কি যায় আসে!? ওবামা না পেয়ে ভূটানের প্রেসিডেন্ট পেলেও বা কি হত?
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.