ঘুনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে..
গত ২ অক্টোবর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে অনুষ্ঠিত সুবিশাল আড্ডাটি অত্যন্ত সফল হয়েছিল। অসংখ্য ব্লগার ভাই-বোনদের মিলনমেলা সেই আড্ডার ধারাবাহিকতা বজায় রাখতে গিয়ে আরও একটি আড্ডার ডাক:
২ তারিখের আড্ডাটি সফলভাবে সম্পন্ন হইবার পর তাহাতে অনুপস্থিত এক ব্লগারের আফসোসের সীমা রহিল না দেখিয়া বড়ই প্রীত হইয়াছিলাম.. সেই ব্লগারের নাম "মোজাম্মেল প্রধান" । এবং তাহার আফসোসের মাত্রা এতটাই বাড়িয়া গিয়াছিল যে কিছুদিন না যাইতেই সে চরম সাহসিকতার পরিচয় দিয়া আরেকটি আড্ডার ডাক দিয়া ফেলেন.. এবং সেই ডাকপত্রে বেশ কয়েকজনের নামও সে অনুমতি ব্যতিরেখেই নিজ দায়িত্বে প্রকাশ করিয়া দেয়। ব্লগারদের বেশিরভাগই আড্ডাবাজ হওয়ার দরুণ ডাকপত্রে মোটামুটি ভালই সাড়া পাওয়া গেছে..
এমতাবস্থায় আড্ডার ধারাবাহিকতা রক্ষার্থে নভেম্বর মাসে আরও একটি আড্ডার ডাক দেওয়া হইল..
সামনের মাসের যে কোন শুক্রবার আড্ডাটি হইতে পারে..
আড্ডার স্থান ও সময় ব্যাপক আলোচনা-পর্যালোচনার মাধ্যমে নির্ধারণ করিয়া পরবর্তিতে জানিয়ে দেয়া হবে। (যদিও মোজাম্মেল প্রধান পুরানা পল্টনের কথা উল্লেখ করিয়াছেন..ইহা সকলের মতামতের প্রেক্ষিতে নির্ধারণ করা হবে)
আমার সকল ভাই-বোনেরা সজোড়ে আওয়াজ দিয়েন..
সকলের ছোট ভাই
আবদুল্লাহ আল মনসুর
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।