আমাদের কথা খুঁজে নিন

   

শব্দ-রাজ্যে অভিযান: Juggernaut !

শ্রদ্ধা আর মমতাই তোমাকে জয়ী করতে পারে; তুমি তোমার জ্ঞান প্রয়োগ কর।
প্রতি বছর, আষাঢ় মাসে বৃষ্টির মৌসুমে, লর্ড জগন্নাথ (Jagannath) তাঁর জ্যেষ্ঠ ভ্রাতা বলভদ্র (Balabhadra) এবং কনিষ্ঠ ভগ্নি সুভদ্রাকে (Subhadra) নিয়ে বের হন স্মরণীয় এক ভ্রমণে—পুরীতে তাঁর মন্দির থেকে জাঁকজমকপূর্ণ রথে (chariot) চড়ে তাঁরা গমন করেন গ্রামীণ নিবাসের উপবনে। এই বিশ্বাস থেকে থেকেই গড়ে উঠেছে ভারতে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠানগুলির একটি: পুরীর রথ যাত্রা (Rath Yatra)। জগন্নাথ (जगन्नाथ) পূর্ব ভারতের ওড়িষ্যা রাজ্যের বন্দর নগরী পুরীর প্রভু, হিন্দুদের একজন দেবতা এবং বিষ্ণুর অবতার, যাকে বিভিন্ন পুরাণে কৃষ্ণের একটি রূপ হিসেবে নির্দেশ করা হয়েছে। তাঁর নামের মানে মহাবিশ্বের প্রভু: জগৎ- মহাবিশ্ব, -নাথ প্রভু।

পুরীর রথ যাত্রা উৎসবে প্রতি বছর বিশালকায় মন্দির-সদৃশ রথে তিন দেব-দেবীর মূর্তি স্থাপন করা হয় এবং শত শত ভক্তরা তা টেনে নিয়ে পথ প্রদক্ষিণ করে। অনেকের মতে, রাজকীয় এ ধরণের রথে মূর্তি বয়ে নিয়ে যাওয়ার প্রথা বৌদ্ধ রীতি থেকে উদ্ভূত। ৫ম শতকে উপমহাদেশে আগত চৈনিক পরিব্রাজক ফা হিয়েনের বর্ণনায় মহামতি বুদ্ধের প্রতিকৃতি জনসাধারণের চলাচলের রাস্তা দিয়ে টেনে নিয়ে যাবার উল্লেখ রয়েছে। পূরীর রথ যাত্রা ভক্তদের মধ্যে ব্যাপক ধর্মীয় প্রণোদনা সৃষ্টি করত, এবং কতিপয় ব্রিটিশ লেখকের বর্ণনামতে, সে প্রণোদনা মাঝে মাঝে উন্মাদনার সৃষ্টি করত, যার ফলে ভক্তরা মোক্ষ লাভের উদ্দেশ্যে রথের সামনে ঝাঁপ দিয়ে আত্মাহূতি দিত। তবে বর্ণনাটি সম্ভবত কিংবদন্তি, এবং গ্রহণযোগ্য যৌক্তিক ব্যাখাটি হচ্ছে, বিশালাকার রথটি বয়ে নিয়ে যাবার সময় তা নিয়ন্ত্রণ হারিয়ে ভক্তদের হাত থেকে কখনো কখনো পড়ে যেত, ফলে অনেকে আহত হতো, হয়তোবা মৃত্যুবরণও করত।

আর ব্রিটিশদের বর্ণনা থেকে ইতোমধ্যে ইংরেজিতে জন্ম নিয়েছে একটি শব্দ, Juggernaut (জা-গার-ন'ট), যা জগন্নাথ শব্দটির ভাষান্তরের ফল। Juggernaut এর মানে আক্ষরিকভাবে (১) হিন্দু ধর্মে, কৃষ্ণ, মহাবিশ্বের প্রভু রূপকার্থে (১) এমন কোনো বিশ্বাস বা মতবাদ যা অন্ধ ও ধ্বংসাত্মক ভক্তি সৃষ্টি করে অথবা যাতে নিষ্ঠুরভাবে মানুষকে উৎসর্গ করা হয়। (২) তীব্র, দুর্দম অগ্রসরমান কোনো শক্তি, আন্দোলন, অভিযান যা তার চলার পথে সবকিছু চূর্ণ-বিচূর্ণ করে ফেলে কিংবা করতে চায়। "It doesn't assume that people need necessarily remain passive when confronted by what appears to be the juggernaut of history" (Christopher Lehmann-Haupt).
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.