আমাদের কথা খুঁজে নিন

   

বলিউডকে না বলুন

সমাজতন্ত্রী

আমাদের সমাজের অন্যতম বিষফোড়া এই বলিউড। এর প্রভাব এতই মারাত্মক রূপ ধারণ করেছে যে বিষয়টি এখন উদ্বেগের। আমাদের যুব সমাজ এখন এর মারাত্মক নেশায় নেশাগ্রস্থ। তাদের মন মানসিকতায় এবং কথাবার্তায় বর্তমান সময়ের হিন্দি ছবিগুলোর প্রভাব সু-স্পষ্ট। বিন্দাস, কামাল কার দিয়া ইত্যাদি ছাড়াও মাঝে মাঝে তারা হিংলিশ বলা শুরু করে যা মোটেও কাম্য নয়।

বিষয়টি যদি এমন হত যে তারা কোন নতুন ভাষা শিখেছে, সে ভাষায় কোন দর্শন বা সাহিত্য পড়েছে এবং আলোচনার সুবিধার্থে সেই ভাষাটিতে কিছু শব্দ বলা প্রয়োজনীয় তাহলে কিছু বলার নেই। সে ক্ষেত্রে এটা আমাদের অগ্রগামী মানসিকতারই পরিচয় বহন করে। আজকাল বিভিন্ন জায়গায় বাংলা ছবি নিয়ে আলোচনা করা মানেই বিশাল ক্ষেত হয়ে যাওয়া। হিন্দি কোন বিষয় নিয়ে আলোচনা করলে ঠিক আছে। সেটা মর্যাদার ব্যাপার ও স্মার্টনেসের পরিচয়।

ধিক্কার জানাই এই মানসিকতাকে। এটা কি পরোক্ষভাবে প্রমান করে না যে আমরা যতই নিজেদের ভাষা নিয়ে গর্ব করিনা কেন আমরা আসলে সর্বভারতীয় হিন্দি ভাষাতেই বিলীন হতে চাই অবচেতন মনে? আমাদের নিজস্ব সংস্কৃতি নিয়ে আমরা যে বড়াই করি তা দেখলে আমার ছাগলের ম্যা ম্যা মনে হয়। কারণ বিরক্তিকর নজরুল সন্ধ্যা সেরে এসে আমরা বাড়ীর সোফায় বসে রিমোট হাতে একটা হিন্দি চ্যানেল দেখা আরম্ভ করি। অথচ আমাদের চ্যানেলগুলো ভারতে প্রবেশাধিকার পর্যন্ত পায় না। আমরা কি আসলে একটা ভাল জাতি? আমার মনে প্রশ্নের উদয় হয়।

আমার ক্ষতি করছে যে, যে আমার চ্যানেল তার দেশে দেখাতে দিচ্ছে না, কারণ তাতে নাকি আমার পণ্যের প্রচার হবে তার দেশে, যদিও আমার চ্যানেলগুলো সব বিনামূল্যের, সেখানে আমি তার চ্যানেল টাকা দিয়ে কিনে আনি। আচ্ছা এতে লাভ কি? যদি বুঝতাম যে তাদের চ্যানেলে কোন প্রয়োজনীয় জিনিস আছে, যা আমাদের অগ্রগতির সহায়ক বা সুস্থ বিনোদনের সহায়ক তাও না হয় মানলাম। কিন্তু চারবার বিয়ে দেওয়া সিরিয়াল আর উত্তেজক নাচ গানের মাঝে আমরা কি আরো ক্ষতিগ্রস্থ হচ্ছি না। এর থেকে কি ক্লাসিকাল নাচ দেখাটা আমাদের মননশীলতার জন্য উপকারী নয় কি? মদ খেতে খুব ভাল লাগে, তাতে জীবন উপভোগ করা যায়, কিন্তু তাতে যে নিজের লিভারের বারটা বাজছে তা কি খেয়াল আছে। ক্ষণিকের আনন্দের জন্য, সুস্থ্য খাবারের প্লেটটা সরিয়ে উত্তেজক পানীয়ের মত উত্তেজক নাচ দেখে নিজের মস্তিষ্কের ডিসঅর্ডার ঘটানোটা কি উচিত? আপনারা বয়ষ্ক মানুষ।

আপনারা যদি না বোঝেন তাহলে বাড়ীর বাচ্চাদের শাসন করা ছেড়ে দিন। কারণ আপনাদের সে অধিকার নেই। সবাই সুস্থ হোক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।