আমাদের কথা খুঁজে নিন

   

বাংগালী প্রজাতির প্রতিভূ


[প্রাক কথন: প্রথমেই বলে নেওয়া ভাল, কবিতাটি কোন বিশেষ নেতা কিংবা নেত্রীকে উপলক্ষ্য করে লেখা হয়নি। মূলত: বাংলাদেশ নামক এ ব-দ্বীপের অতীত কিংবা বর্তমান ক্ষমতাসীন প্রায় সব নেতা কিংবা নেত্রীর সাধারণ বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে কবিতাটিতে। বাংগালীর দূর্ভাগ্য, যখন নেতা/নেত্রীরা নির্বাচন কিংবা অন্য কোন প্রক্রিয়ায় দেশের সর্বময় ক্ষমতার মালিক হন তখন স্বভাবজাতভাবেই তাদের মাঝে জন্ম নেয় মধ্যযুগীয় সামন্ততান্ত্রিক মনোভাব। সামন্তযুগের রাজাদের মতোই ক্ষমতা কেন্দ্রীভূত করে স্বৈরাচারী ভঙ্গীতে দেশ পরিচালনা করতেই এরা স্বাচ্ছ্ন্দ্ বোধ করেন। তাই যে কোন সিদ্ধান্ত গ্রহণে গণতান্ত্রিক পন্থায় নয় বরং নেতা কিংবা নেত্রীর ইচ্ছেটাই প্রাধান্য পায়।

এছাড়া সামন্ত রাজাদের মতোনই এরা ভালবাসেন পদলেহী উচ্ছিষ্টভোগী চাটুকার পরিবৃত হয়ে থাকতে। নেতা/নেত্রীদের এ সামন্ততান্ত্রিক মনোভাবের কারণেই বাংলাদেশে গণতন্ত্রের সুস্থ বিকাশ হচ্ছে না । আর এই বিকলাঙ্গ গনতন্ত্রে বসবাস করে দেশের আমজনতা সত্যিকার অর্থে ক্ষমতায়ন হতে পারছে না। ] বাংগালী প্রজাতির প্রতিভূ বিবর্তন স্রোতে থমকে থাকা আমি বাংগালী প্রজাতির প্রতিভূ একুশ শতকও করেনি আমায় দেশপ্রেমিক, মানবিক আমি নেতা কিংবা নেত্রী আমার রক্তে নিয়ত: আলোড়িত সামন্ততান্ত্রিক বোধ, অহংকার আমার নিত্য সঙ্গী নেতৃত্ব আমার দম্ভ, ক্ষমতা শ্লাঘা বাংলাদেশ আমার তালুক জনগণ খাতক, আমি মহাজন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে আমিই গণতন্ত্রের ধ্বজাধারী । গণতন্ত্র? লিংকন সংঞ্জায়িত গণতন্ত্র আমার শ্লোগান আমার গণতন্ত্র আমার ইচ্ছা ‘সার্বভৌম সংসদ’ আমার বশংবদ উচ্ছিষ্টভোগী লুটেরা সাংসদ আমার ক্রীতদাস জ্বী হুজুর মন্ত্রীসভা আমার সাজানো বাগান গোপী পরিবেষ্টিত কৃষ্ঞের মতোনই নপুংশক উপদেষ্টা আমলারা আলোকবর্তিকা হাতে ভাড়ামি করে আমার চারপাশ।

আমি বাংগালী প্রজাতির প্রতিভূ ঈশ্বরের মতোন সংগোপণে হাসি আমার ইচ্ছেই তো সার কথা, নির্বোধ বাংগালীর গণতন্ত্রের ভবিতব্য। ।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।