আমাদের কথা খুঁজে নিন

   

প্রেমের অনলে পুড়ে ধুসর নীল ছাই..

ঘুনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে..

তোমার ঐ দুটি কালো কালো হরিণী চোখের তারায়, মোর এই মন পাখিটা বারে বারে মৃদু মৃদু সুরে হারায়। সুখেরও ঘন্টা বাঁজে সুখেরও ঘন্টা বাঁজে মোর এই হৃদয়রাজে আমি যে পাগল হলাম আমি যে পাগল হলাম তোমাতে হারিয়ে গেলাম.. তুমি যে শুধু আমার গাই গান হাজার হাজার তোমারই কথাগুলি মনে হয় স্বর্গবুলি দোলা যে লাগে মনে সুখেরও জোয়ার প্রাণে শান্তিরও জয়ধ্বনি এল যে নয়নমনি প্রেমেরও ফুল বাগিচা ফুলে ফুলে হয় একাকার গুণ গুণ ভ্রমর আসে লুকোচুরি আলতো হাসে.. আমি যে একলা ভ্রমর প্রেম মোর হয়না অমর তাকিয়ে দেখি শুধু চারিদিক মরু ধু ধু তোমারই চোখের মাঝে নতুনও ভ্রমর নাচে তুমি যে সুখের নায়ে আমাকে দলিয়ে পায়ে গিয়েছ সুখের নীড়ে আমি যে ব্যথার ভীরে তলিয়ে গেছি তলে বিরহ কষ্ট ছলে.. মরেছি চোখের জলে তুমি কি জানতে না তা ? তবে যে আসনি তুমি দাঁড়িয়ে ছিলাম আমি তোমারই প্রতীক্ষাতে.. সারাটা জীবন গেল তবু তুমি আসলে নাগো বুকেতে ব্যথার জোয়ার জাগ্রত হয় যে আবার আমি যে আর পারি না বেদনায় বুকটা ভাসে প্লাবনে হয় একাকার দুটি চোখ যায় শুকিয়ে গেলে যে সব চুকিয়ে কিভাবে পারলে তুমি প্রাণ তো আর মানে না বেরিয়ে চায় সে যেতে তোমারও দোহাই লাগে সুখেতে থেক তুমি আমি যে যাচ্ছি চলে তোমাকে বিদায় বলে.. পরপারে দেখা হবে তুমি যে আমারই রবে ভাল থেক নিঠুর ভবে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.