আমাদের কথা খুঁজে নিন

   

শাহবাগ এর আন্দোলনে ছাত্রলীগ এর নেতাদের বক্তব্য কেন??????? এইটা ত আমাদের সাধারন মানুষের আন্দোলন।দয়া করে কুলাঙ্গার কাউকে এনে এই সমাবেশ কে কলুষিত করবেন্না!

গতকাল শাহবাগে বক্তব্য প্রদানকারী ব্যাক্তিদের মধ্যে অধিকাংশই আওয়ামিলীগের। আমাদের সাধারন মানুষের আন্দোলনে আমরা এই সব "চাপাতি লীগের" লোকদেরকে দেখতে চাইনা। নাওয়া খাওয়া বাদ দিএ এইখানে বসে আন্দোলন করতেছি আর মঞ্চের উপর এই ভদ্রলোকরা ভাষন দিচ্ছেন। গতকাল বক্তব্য রাখেন--- কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান সোহাগ বক্তব্যে বলেন, ‘রাজাকারদের সহযোগী আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের চামড়া আমরা তুলে নেব। আমার দেশ আমাদের আন্দোলনের বিরুদ্ধে মনগড়া রিপোর্ট করছে।

’ কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বলেন, ‘টিভি চ্যানেলের টকশো অনুষ্ঠানে কিছু কুলাঙ্গার শাহবাগ আন্দোলনের বিরুদ্ধে অপপ্রচার করছে। ’ গতকাল শাহবাগের মঞ্চে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের পিঠের চামড়া তুলে নেয়ার হুমকি দিয়ে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগ সভাপতি মেহেদি হাসান মোল্লা, সাধারণ সম্পাদক ওমর ফারুক, ছাত্র নেতা সাদেকুর রহমান, ছাত্র ঐক্যফোরামের আহ্বায়ক সোহান সোহরাব, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান তারেক, বিপ্লবী ছাত্র সংহতির সাধারণ সম্পাদক রাশেদুল হাসান প্রমুখ। এ সময় মঞ্চে অন্যদের মধ্যে ভাষাসৈনিক আহমদ রফিক, হালিমা খাতুন, আওয়ামীপন্থী সাংস্কৃতিক সংগঠক নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি ও আওয়ামীপন্থী শিক্ষক অধ্যাপক ড. আনোয়ার হোসেন, লেখক অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, অধ্যাপক ড. আবুল বারকাতসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগ সমর্থিত আরও কয়েক শিক্ষক উপস্থিত ছিলেন। তারা কেউ দেশের বিশিষ্ট সম্পাদক, কলামিস্ট ও বুদ্ধিজীবীকে খতম এবং তাদের পিঠের চামড়া তুলে নেয়ার হুমকি দেয়া বক্তব্যের প্রতিবাদ করেননি। সমাবেশ সঞ্চালনা করেন সাংবাদিক অঞ্জয় রায়।

এতে সভাপতিত্ব করেন ব্লগার ডা. ইমরান এইচ সরকার ভাই। ইমরান ভাইয়ের প্রতি এক্টাই দাবি, ভাই আপনি ভাল মানুষদেরকে মঞ্চে আসতে দিন, খারাপ খুনি সম্প্রদায়ের কাউকে না! ( এই রকম হলে সাধারন মানুষ কিন্তু আর আন্দোলনে থাকবেনা। তাই অতিসত্ত্র এদেরকে ভাষন দেয়া থেকে পরিহার করেন। তারা আওয়ামিলীগ করলেও আন্দোলনে অবশ্যই যোগ দান করতে পারবেন, তবে সাধারন মানুষ হিসেবে। আর একটা কথা আমাদের এই মঞ্চ থেকে যেন কোন খারাপ স্লোগান না দেয়া হয়, তাহলে আমরা যারা ছোট ছেলে মেয়ে নিএ আসি তাদের জন্য এইটা অনেক অসহ্য।

আমরা আমাদের পরবরতি প্রজন্মকে ভাল কিছু শিখাইতে চাই, জবাই করা না! তথ্যসুত্রঃ জনী_দা _ফাজিল ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.