শেষ কোথায়
তা আগেই ভেবে
শুরু যদি হয় ভালোবাসা
তার চেয়ে ভালো বোধহয়
কষ্ট নিয়ে চলতে থাকা।
শেষ নিয়ে শঙ্কা যদি
আগেই আসে মনে
হিসাবশাস্ত্র ঢুকে পড়ে
কোন ফাঁকে এক কোণে।
অরণ্যে হয় নাকি গাছ
মেপেঝুপে হিসেব করে
সে বিধি তো বনসৃজণে
গজ-ফিতে হাতে ধরে।
যা চেয়েছি সবটা চাই
এমন ভাবনা দূরেই রাখি
শুরু তাই যেমনই হোক
শেষ নিয়ে চুপ থাকি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।