আমাদের কথা খুঁজে নিন

   

ধ্যানমগ্ন তাসের নিবাস



কিছুটা সময় কেটে গেছে ধ্যানে । তাস তপস্যার ফেরারি জীবন তালাশ করে ফিরেছি ঘরে। তালাবদ্ধ সারি সারি দেয়াল জানিয়েছে স্বাগত। আর প্রথাভাঙা বৃষ্টির আয়না দেখিয়েছে মুখ । আঁচলের।

আঁধারের আর দূরে, শিল্পিত অমানিশার। তা দেখে দেখে আমি ভুলে গেছি অনেক কিছুই। অনেক সর্বনাম, বিশেষ্য , অব্যয় এবং রাতসিঁড়ি বেয়ে যাওয়া ভুলনগরের। ভুলে গেছি , বরফের ভেদ-বাতুনি। কী আশ্চর্য সাহস নিয়ে নিজে গলে যায়, আর গলায় তাসরাতে জমে ওঠা অগণিত স্বপ্নের খনি ।

ছবি - প্রিসিলা নরিস

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।