আমাদের কথা খুঁজে নিন

   

বিসর্জনে নৌকার মিছিল : ঘটনা কী?

এই ব্লগটি নোমান বিন আরমান'র দায়িত্বে প্রবর্তিত। এখানে মাঝেমধ্যে তিনি আসেন। numanbinarmanbd@gmail.com

হিন্দু ধর্মালম্বীদের মিছিল হচ্ছে এখনো। মাগরিবের নামাযের পর বাইরে বের হয়েছি; আর দেখছি একটির পর একটি মানুষভর্তি ট্রাক যাচ্ছে, তবলা বাজছে। উল্লাসে বাড়ি পড়ছে ঢোলে।

নাচছে নারীপুরুষ। কেউ বা রঙ মেখে সং সেজেছে। যে যার মত লাফাচ্ছে হইচই করছে। হঠাৎ শুনি কয়েকটি ট্রাক শ্লোগান উঠেছে_ নৌকা নৌকা রবে। আমরা তো অবাক।

ভাবলাম নৌকার ভায়েরা কোনো মিছিল বের করলেন কি না। আগ বেরে দেখি ধর্মালম্বীদের মিছিলের ট্রাক থেকেই নৌকার শ্লোগান উঠেছে। কারণ কি? কেউ কিছু বলতে পারলেন না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।