এই ব্লগটি নোমান বিন আরমান'র দায়িত্বে প্রবর্তিত। এখানে মাঝেমধ্যে তিনি আসেন। numanbinarmanbd@gmail.com
গতকাল একটি পোস্ট দিয়েছিলাম, একজন `কুমারি খুব দরকার'। পোস্টটি `আপত্তিকর' বলে কয়েকজন ব্লগার `জানাইয়াছেন'। কেনো আপত্তিকর তার কোনো ব্যাখ্যা কেউ দেননি।
ব্যাখা নেই বলেই হয় তো তারা ব্যাখার দিকে না যেয়ে হাতের জোরে কথা বলেছেন।
একজন ব্লগার জানতে চেয়েছেন, আমি `হিন্দু ধর্মকে খুঁচাইতে চাইতেছি কি না' তার বক্তব্যটিও পরিষ্কার নয়। এই তিনিই একই মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে বলেছেন ইসলামকে মাথায় নিয়ে রাখার বিষটি সম্পর্কে। ইসলামকে কোথায় কীভাবে মাথায় তোলে রাখা হয়েছে_তাও তিনি বলেনিন। একই ভাবে সবার (মিস্টার আবদুল হক ছাড়া) মন্তব্যই এমন।
তারা ধরে নিয়েছেন। লেখাটা দিয়ে `হিন্দু ধর্মেক খুঁচানো' হচ্ছে। আমার তো লেজ নেই, শিঙ নেই কিংবা কয়েকখানা হাতও নেই_ যা দিয়ে খুঁচানো, ঘুতানো অথবা ... কর্ম সারা যায়। থাক
কোনো পূর্ব ধারণা থেকে না পড়ে `সহিহ নিয়তে' ফ্রি মনে আবার পোস্টটি পড়তে তাদের দাওয়াত করছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।