আমাদের কথা খুঁজে নিন

   

মোবাইল আর এক পরিবারের গল্প........................

সব লেখার স্বত্ব লেখকের সংরক্ষিত

গতকাল মোবাইলে ফ্লেক্সি করতে এলাকার এক দোকানে গেছি। নাম্বার লিখার ফাঁকে লক্ষ্য করলাম দোকানে বসে এক লোক কাউকে ফোন করছে। এক পর্যায়ে সে বলছে, 'আরে রাখ তোর নামাজ, তোর আবার নামাজ কিরে? তুই কিসের নামাজ পরিস?' আমি একটু অবাক হলাম। লোকটার গলার স্বর ধীরে ধীরে বাড়ছিল। সে এক পর্যায়ে গালি দেয়া শুরু করল।

আমি পুরা অবাক। দোকানের কেউ কিছু বলছেনা দেখে আমি ভাবলাম লোকটাকে বলি যে পাবলিক প্লেসে সংযত হয়ে কথা বলতে। কিন্তু লোকটা এরপর বলল,' তোর মত মানুষ যে অন্যের বউরে ফোনে ডিস্টার্ব করে , পরকীয়া করায় চেস্টা করে সে কি কোন ভাল মানুষের সন্তান হতে পারে ? সে তো জারজ... তোর নামে থানায় জি.ডি করছি... আরে রাখ .. তুই পুলিশের কি চাকরি করিস? কনস্টাবল না এস. আই?.... তোর চাকরী খাব আমি। আমারে এখনও চিনিস নাই। পুলিশে থাকলে তোর চাকরি শেষ, আর যদি পুলিশ না হস তবে চৌদ্দ শিকের ভিতরে ঢুকাব আমি... আরে যে মেয়ের স্বামী আছে বাচ্চা আসে তার সাথে তুই প্রেম করার চেস্টা করিস তুই জারজ ছাড়া আরকি... তোর তো বাপের ঠিক নাই....." আমি যুক্তিপুর্ন গালির তুবড়ি থেকে সরে চলে গেলাম সাইবার ক্যফেতে।

ঘন্টা খানেক বাদে বের হয়ে দেখি মোড়ে সেই লোকটা দাড়িয়ে আছে। সংগে একটা সুন্দরী মহিলা আর ছোট একটা ছেলে। বুঝতে অসুবিধা হলোনা লোকটার স্ত্রী আর বাচ্চা। রিক্সার খোঁজে অপেক্ষা করছিল তারা। লোকটা ভীষন উদাস ভাবে দুরে তাকিয়ে রিক্সা খুঁজছে..মুখে একধরনের বিষন্নতা আর নির্লিপ্ততার যুগপৎ মিশ্রন।

মহিলাটা কিছুটা অনিশ্চয়তা আর কিছুটা ভীরু চোখে মাঝে মাঝে তাকাচ্ছে লোকটার দিকে। আর একটু দুরে দাড়িয়ে আছে বাচ্চাটা বিষন্ণ ভংগিতে, যে বিশ্বাসের সংকট তৈরী হয়েছে পরিবারে তার কিছুটা আঁচ কি তার গায়েও লেগেছে? হটাৎ মনটা খারাপ হয়ে গেল আমার। এই সব বিকৃতমনা মানুষ যারা মোবাইল অথবা অন্য কোন যোগাযোগের মাধ্যম ব্যবহার করে ছোট্ট সুন্দর পরিবারগুলোতে অশান্তি তৈরি করে যাচ্ছে প্রতিনিয়ত... তাদের কী প্রয়োজন আছে আমাদের সামাজে..এই সমাজে এই সব বিকৃতমনারা না থাকলে কি খুব বেশী ক্ষতি হয়ে যাবে সমাজের?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.