আমাদের কথা খুঁজে নিন

   

মোটরবাইকে একদিনে ১ হাজার কিলোমিটার!

নিরাপদ সড়কের দাবিতে মাত্র একদিনে টেকনাফ থেকে তেঁতুলিয়া ভ্রমণ করেছেন ৩ যুবক। মোটরসাইকেলে এই দূরুত্ব পেড়োনো তিন যুবকের নাম শুভ্র সেন, রাদবি রেজা ও জুন সাদিকুল্লাহ। আজ শনিবার ভোরে তেঁতুলিয়ার বাংলাবান্দা জিরো পয়েন্টে পৌঁছান তারা। বাংলাদেশে মাত্র ২৪ ঘণ্টায় টেকনাফ থেকে তেঁতুলিয়ায় মোটরবাইকে এটাই প্রথম কোনো অভিযাত্রা।

উল্লেখ্য, গতকাল শুক্রবার ভোরে তারা শুরু করেছিলেন।

মোটরসাইকেলে এই অভিযাত্রার মূল প্রতিপাদ্য ছিল মানুষকে নিরাপদে চলাচলে উদ্বুদ্ধ করা।

অভিযাত্রীরা বাংলাদেশ প্রতিদিনকে জানান, টেকনাফ থেকে তেতুলিয়ায় এই যাত্রায় তারা প্রায় ১০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন।

বাইকার দলের সদস্য শুভ্র সেন পেশায় একজন হিসাবরক্ষক। মোটর সাইকেলর প্রতি প্রচণ্ড ভালোবাসা সেই ছোটো বেলা থেকেই। এখন পর্যন্ত তিনি বাংলাদেশের ৫৭টি জেলা মোটর সাইকেল নিয়ে ঘুরে বেড়িয়েছেন।

 

আরেক সদস্য রাদবি রেজা পেশায় একজন প্রকৌশলী। তবে তিনি হিউম্যান রাইটস বাংলাদেশের সহ সভাপতি। ছোটবেলা থেকে মোটরসাইকেলের প্রতি ঝোঁক। আর নিরাপদে মানুষকে পথ চলতে উৎসাহিত করতেই এই ভ্রমণে যোগ দেওয়া।

এছাড়া জুন সাদিকুল্লাহ একজন সৌখিন ফটোগ্রাফার।

বাংলাদেশের বেশিরভাগ জেলায় মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়িয়েছেন তিনি। ভবিষ্যতে মোটরসাইকেল যোগে সার্কভুক্ত দেশগুলো ভ্রমণের আশা আছে তার।  

সোর্স: http://www.bd-pratidin.com/

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.