জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই
যেই চ্যানেলেই যাই, খালি বিজ্ঞাপন দেখি। বিজ্ঞাপন শেষ হইলে অমূল্য নাটক শুরু হয় কিন্তু কিছুক্ষণ পরই আবার বিজ্ঞাপনে ফিরা যায়। বিজ্ঞাপনের যন্ত্রণায় রিমোট টিপে অন্য চ্যানেলে যাই। লাভ নাই, ওইখানেও একই বিজ্ঞাপন চলছে। এভাবে চ্যানেল বদলাতে বদলাতে অস্থির।
আবার চ্যানেল বদলাতে বদলাতে পুরোনো চ্যানেলে ফিরে এসে দেখি অমূল্য নাটক শুরু হয়েছে। কিন্তু ফিরে আসতে আসতেই আবারও বিজ্ঞাপন শুরু হয়ে গেল। ফলে আবারও চ্যানেল বদলানো এবং আবারও পুরোনো চক্রে ঘুরে ফেরা। চলছে এই বিজ্ঞাপনের দুষ্টচক্র।
টিভি স্ক্রিনের নিচে স্ক্রল হচ্ছে সংবাদের হেডলাইন ।
প্রতি ঘণ্টায় চলছে বিশেষ সংবাদ এবং ২ ঘণ্টা পর সংবাদ। সংবাদ ও বিজ্ঞাপন বাদ দিলে টেলিভিশনের প্রচার সময় আর বোধ থাকে না। যতটুকু থাকে সেই অমূল্য সময়ে দেখা যাচ্ছে ঈদের অনুষ্ঠান। সংবাদ ও বিজ্ঞাপনের ফাঁকে চলছে ঈদের আনন্দধারা । আহা, কী আনন্দ .....
আসলে তো নাটক চলছে না, চলছে বিজ্ঞাপন, তার ফাঁকে ফাঁকে বহুমূল্য নাটক।
টিভিগুলো কি আসলেই ঈদের অনুষ্ঠান দেখাচ্ছে ?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।