ঈদের আগে থেকেই বন্ধুরা ব্যাচেলার পাটির কথা বলতে ছিল । মফস্বল শহরে সমস্যা একটাই....ভেন্যু...
কাল খালাত ভাই এর বিয়ে....আম্মা-বাবা, ভাই বোন সবাই বিয়েতে গেল আর আমাদের ভেন্যু সমস্যারও সমাধান হয়ে গেল....
হ্যাঁ ভাই বন্ধুরা !!!
আজ আমার বাড়িতেই সেই ব্যাচেলার পাটি......
মেন্যু হইল :
১. কাজু+চীনা সল্টেড বাদাম
২. মুরগী গ্রীল
৩. মুরগী ফ্রাই
৪. পাখীর ঝাল ফ্রাই (এক বন্ধু ঈদের আগে পাখী যোগার করে রাখছে)
৫. অরেঞ্জ জুস
৬. কোমল পানীয় (২ রকমের )
৭. কঠিন পানীয় (২ রকমের )
৮. পরটা
৯. গরুর মাংস
চানাচূর, সস, সালাদ, বরফ, পানি ইত্যাদি তো আছেই
চেষ্টা করছিলাম সল্টেড অলিভ যোগাড় করতে.... পাওয়া গেলনা.....
তো বন্ধুরা জোরে বলুন : "ব্যাচেলার পাটি মোবারক"
বি:দ্র: ব্লগ থেকে শুধু মাত্র ইউটান এবং জন আমন্ত্রিত.....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।