আমাদের কথা খুঁজে নিন

   

চলেন চিল্লাইয়া চিল্লাইয়া কই ঈদ মুবারক

ছায়া ছায়ায় পথ হেটে চলি--ছায়া আমার সামনে ও পিছে।

চাঁদ দেকা গেছে। শুরু হইয়া গেছে ম্যাসেজ পাঠানোর ধুন্দুমার প্রতিযোগিতা। তয় হেছা কতা অইলো এই ম্যাসেজে কোনো প্রাণ নাই। হুদাই টেকা নষ্ট। একজনের ম্যাসেজ এডিট কইরা আরেকজনেরে পাঠাইয়া দিলে কি আর তাতে কোন প্রাণ থাহে? আমি কি কই জানেন- এই ম্যাসেজ ট্যাসেজ না পাঠাইয়া চলেন চিল্লাইয়া চিল্লাইয়া কই ঈদ মুবারক। রাজি থাকলে আওয়াজ দেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।