বেলা দুটো থেকে স্টেডিয়াম চত্বরের বাইরে জড়ো হতে থাকেন ফুটবল-ভক্তরা। তাদের অনেকের হাতে ব্যানার-ফেস্টুন, জাতীয় দলের নামে জয়ধ্বনি।
স্টেডিয়ামের বাইরে নেপালের জার্সি বিক্রি হচ্ছে। দর্শকদের মুখে-মুখে ফিরছে ফুটবলারদের নাম। কে বা কারা গোল করবেন, তা নিয়ে চলছে নানা জল্পনা। কেউ অনিল গুরুংয়ের পক্ষে বাজি ধরছেন, কেউ বা ভরত খাওয়াজের পক্ষে।
সাতদোবাতো ইয়ুথ ক্লাবের সংগঠক অশোক বিস্তা জানালেন, “ফুটবলের সঙ্গে আমি ১৩ বছর ধরে আছি। ১০ বছর আগেও আমাদের ফুটবলের এই অবস্থা ছিল না। এখন দর্শকদের সামলাতে নিরাপত্তা বাহিনী লাগে।”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।