পরিবর্তনের জন্য লেখালেখি
ভাবে সপ্তমী , কাজে দশরথ
পদ্য, নাকি ছড়া এবার কিংবা মহাকাব্য
সময় কোথায় ? পাঠক! বিশদ এ সব নিয়ে ভাববো!
পদ্যহীনার গদ্যজীবন পদসমেত গদি-
কি আর হবে পদাবরণ গোঃ হারালো যদি !
পদস্খলন। পরসমাচার, কষ্ট কারে কউ রে?
কলম পিষেই পদাবলী নিতান্ত আটপৌরে।
য-ফলাহীন পদোন্নতি কবিতা যায় কেঁদে,
পদবীর এই শ'দাবী হায় রাখে আমায় বেধে।
বজ্র আটুন ফস্কা গেরো ,মন রে যায় না আটকা
ত্রিপদী এই ভাববিলাসী না ঘরকা না ঘাটকা-
পদ্য না হোক, লিখব ছড়া স্বপ্ন দেখি মস্ত
পদ্য প্রেমে বোকা কবি হইব "অ-পদস্থ"।
আমার কষ্টের সমান আর তোমার জন্য অপেক্ষার মতো 'দীর্ঘ 'শ্বাস ফেলে ফিরে যাই আকাশের কাছে। 'ব্যবহারিক মানবতার' মতো আমিও তার আশ্রিতা!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।