আঁতেলের মতো কাত হয়ে আছে রাত
কবিরা নিষণ্ন,চন্দ্রাহত শরতের বিভা।
প্রচ্ছন্ন খোয়ারির ভেতর নেমে যাচ্ছে আঁটোসাটো দিন।
নেমে যাচ্ছে আত্মস্বাতকৃত বারোয়ারী জৈবন।
নেমে যাচ্ছে বঙ্গভঙ্গ,শতবর্ষ,প্রতিরোধ,লাল ইস্তেহার
নেমে যাচ্ছে প্যরাবোলা,নিরালম্ব,ত্রৈমাত্রিক বোধের জখম
নেমে যাচ্ছে শোকাচ্ছন্ন শোক-বোধ,সহস্রাব্দের আশাহত আশা।
ঝাঁঝালো গন্ধের ঝাঁঝ কিংবা মলোটেভ ককটেলের অশ্রুকাতরতা
যতোই বিনাশের স্ফুলিঙ্গ জ্বালিয়ে রাখুক
আমাদের দিন ছিল বারুদের বুক থেকে লাল দিন খসিয়ে নেবার।
ডাংগুলি,আত্মমৈথুনের খেলা ফেলে রেখে জলাধারে
নেমে গিয়ে আজীবন বুকের ভেতরে পুষে রেখেছি একটি বজ্রধ্বনি
পুষে রেখেছি চোখের নিচের কালি,শরীরের দাবানল।
বিস্ফোরণে টুকরো টুকরো হয়ে যেতে যেতে আবারো ফের জোড়া দেয়া ভূতের মতন বার বার ফিরে আসা এই আমি
বুকের কাপড় খুলে বলে গেছি'এই দেখ বুকের হাপর।'
তবু আঁতেলের মতো কাত হয়ে আছে রাত
ক্ষয়ে যাচ্ছে কোষগুলো,হাড়-মাংস,লুব্ধ সিংহাসন
ক্ষয়ে যাচ্ছে দাঁতে দাঁত,স্নায়ুধারা,উষ্ণ দিগ্ভ্রম
ক্ষয়ে যাচ্ছে ক্রুশকাঠে বারোয়ারী জৈবন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।