আমাদের কথা খুঁজে নিন

   

আমার কিছু সিনেমাটিক আঁতেলের সাথে দেখা হয়েছিল!



আমার নিজস্ব একটা জরিপ আছে সিনেমা নিয়ে, তা হল, ঢাকায় এখন ৯০% ছেলে মেয়ে সিনেমা বোদ্ধা। বিষয়টা খারাপ না ভাল সেই ব্যাপারটাতে পরে আসছি। অনেককে বলতে শুনি, তাদের পছন্দের পরিচালক হৃত্বিক ঘটক। সিনেমা নিয়ে যে কোন আলোচনা উঠলেই তারা বার্গম্যান, কুরোশাওয়ার ভর্তা বানিয়ে ফেলে। সত্যজিতকে তারা খুব একটা পাত্তা টাত্তা দেয়না।

কিন্তু বার্গম্যান এর ২/৩টা সিনেমার কথা জিগ্গেস করলেই আমতা আমতা করে কেটে পরে। এবার আসা যাক এই সমস্ত আঁতেল কোথায় পয়দা হয়। বিভিন্ন ফিল্ম এ্যাপ্রিসিয়েশন কোর্স এ এদের খুব আনাগোনা। এছাড়া জার্মান, রাশিয়ান কালচারাল সেন্টার তো আছেই। রবীন্দ্রনাথ নাকি বলেছিলেন, "সহজ কথা সহজ ভাবে বলতে শেখ"।

তো এই সমস্ত আঁতেল রা গুপি গাইন বাঘা বাইন দেখার আগেই পিটার ব্রুক দেখে ফেলেছে। আগে মনে হয় "অ" লেখা শেখা উচিত "ঋ" নয়। ভাল হত যদি "অ" টা আগে শেখা যেত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।