আমাদের কথা খুঁজে নিন

   

দরোজার পাপোষ, মাথার বালিশ, জুতার রেক আমার শূণ্যতা জানে

সাপ-লুডু খেলছি বিধাতার সঙ্গে

আমার শূন্যতা আমি জানি আমার ঘরের দরোজার পাপোষ, শূণ্য বিছানায় রোজ গড়াগড়ি খাওয়া টিকটিকি আমার মাথার বালিশ জুতা রাখার রেক সকলে জানে আমার শূণ্যতা। কি বিশাল শূণ্যতা আমার তাবৎ বসতভিটা চরম আক্রোশে গিলে রেখেছে, আমার চারধারে জমাট পাথরের দেয়াল, দ্বগ্ধ বরফের দেয়াল অপরিসীম শূন্যতার দেয়াল এবং মায়ার কোমলে আবদ্ধ অশেষ অপূর্ণতার দেয়াল। চরম শূণ্যতা মাঝে মাঝে আমার মগজের ভিতর ঢুকে লুকোচুরি খেলে আমাকে নিমিষেই বানিয়ে দিতে চায় উদাসী লালন আমাকে বানে ভাসিয়ে নিতে চায় চিৎমরম, শিকড় ছেড়ার সকল চেষ্ঠা বৃথাই আস্ফালন করে বার বার ফিরে আসি বাধনের প্রত্যাশায়। ভয় পেওনা, আমি কোনদিন তোমদের কাছে আশ্রয় চাইতে যাবো না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।