আমাদের কথা খুঁজে নিন

   

এতোটা রাখলে উপেক্ষায় প্রিয় দরোজার অন্য আড়ালে !

কেবল সমুদ্র পারে শুষে নিতে সব, যা কিছু বিপ্রতীপ, ভেসে আসে নিদারুণ কষ্টের নীলজলে..

এতোটা রাখলে উপেক্ষায় প্রিয় দরোজার অন্য আড়ালে ! এতোটা অপারগ ভেবে পাঠালে শূন্যতায় অনুভব-উচ্ছাস থেকে এতো দূরে ! কী আশ্চর্য্য দেখো, তবু আমি সেই আমিই থেকে গেছি- নিজস্ব নিবিড় আস্থায় নিয়ত অনড় ! অলিখিত অভিমান সব নির্বাসনে দিয়ে আজো উল্লাসে কবিতার পতাকা ওড়াই, শুভ্র-শহর ভরে দেই শব্দের চীৎকারে! এতোটা রাখলে বিচ্ছিন্নতায়, এইভাবে সরালে প্রবল প্রিয় ডায়রীর প্রিয় পৃষ্ঠার পরশ থেকে এতো দূরে ! এতোটা নিস্পৃহতায় বারবার মুছে ফেললে এই নাম তোমার প্রিয় সব শব্দের জগত থেকে এতো দূরে ! তবু দেখো, তবু আমি সেই আমিই থেকে গেছি- অনুযোগহীণ শাশ্বত সুখী মুখ এখনো তোমার নামেই সাজিয়ে রাখতে পারি ঐশ্বর্য্য, শুভেচ্ছার- এখনো তোমার নামেই নিয়ত নৈবেদ্য পাঠাই কেউ না জানুক আকাশ, অনন্ত নীল শুধু জানে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.