নিজেরে হারায়ে খুজি..... bohurupi.mohajon@gmail.com
বিকালে অফিস থিকা বাইর হইয়া মোটামুটি দেড় দুই ঘন্টার প্রিপারেশন থাকে -------- জ্যামে পড়তেই হইবো। আমার মোহাম্মদপুরের বাসা থেকা গুলশান-২ যাইতে ২৫ থেকা ৩০ মিনিট লাগার কথা (রাস্তা ফ্রি থাকা সাপেক্ষে)। তয় আমি আরও দেড় ঘন্টার পজিটিভ ভ্যারিয়েন্স ধইরা রাখি! গাড়িতে উইঠা একটা ঘুম দিবার চেষ্টা করি, সফল হইতে পারলে চক্ষু খুললেই আসাদগেট!! তয় কোনদিন ঘুমাইতে না পারলে ঢাকা শহর, অতিরিক্ত গাড়ি আর ট্রাফিক পুলিশরে গালমন্দ কইরা সময় ভালই পার হইয়া যায়। তয় তার পরও অনিয়মের মধ্যেই যেন একটা নিয়ম গইড়া উঠছে। পিতির পিতির কইরা গাড়ি চলে, ১০ -১৫ মিনিট খাড়াইলেই গাড়ি পাওয়া যায়।
মাগার আইজকা অনিয়মের মইদ্ধে নিয়ম আইসা সব একদম বেড়াছেড়া লাগাইয়া দিলো। অফিস থেকা বাইর হইয়া দেখি গুলশান-২ নম্বর থেকা জ্যাম, গাড়ি সামনেও যায় না - পিছনেও যায় না, আইজ পযর্ন্ত এমন দৃশ্য খুব কম দেখছি। নর্মালি গুলশান-১ হইয়া মোহাম্মদপুর যাই, দুই নাম্বারে খালি বাস পাওয়া যায় একটু খাড়াইলেই। কিন্ত আইজকা মনে হইলো ঘটনা প্যাচ খাইছে। সেই সাথে সেই দিনের কথা মনে পইড়াগেল, যেইদিন ঢাকা এক রাইতে বৃষ্টিতে নাকানি চুবানি খাইছিল।
এতসব চিন্তা কইরা মাথাত মাল উইঠা গেল, ডিসিশন নিলাম আগে রিক্সায় বননী যাই (এই পথে কখনো যাইনা, ফার্ট টাইম), তারপর কাকলী থিকা একটা কিছু ধইরা ফ্লাইওভারের উপর দিয়া বাসত যামুগা। কিন্তু কাকলী গিয়া দেখি সেই একই কাহিনী। পুরা রাস্তা গাড়িতে গাড়িতে সয়লাপ, কিন্তু দশ মিনিটে দশহাতও আগায় না। এক বাস কন্ট্রাকটরের জিগাইলাম সামনে হইছেডা কী? হে কয় কিছুই জানেনা। কিছুক্ষণ খাড়াইয়া মনে হইলো রাস্তায় তো অনেক গাড়িই খাড়াইয়া আছে, কিন্তু এগুলাতে উঠলে খাড়াইয়াই থাকতে হইবো।
তাই আল্লার নাম নিয়া হাটা দিলাম মহাখালীর দিকে। ফ্লাইওভারের কাছে গিয়া দেখি যে সবগাড়ি পাশদিয়া সোজা যাইবো সেগুলি ফ্লাইওভারের মুখ বন্ধ কইরা গিটঠু লাইগাইয়া আছে (এই গিটঠু কিন্তু সবসময়ই লাগে, তয় গিটঠু খুইলাও যায়!!)। তাই মনে একটা বড় প্রশ্নোবোধকের উদয় হইলো - সামনে হইছে ডা কী??!!
মহাখালী তিন রাস্তার মাথায় গিয়াই সব পরিস্কার হইয়া গেলো - সামনে মিলিটারি পুলিশ ট্রাফিক কন্ট্রোল করতাছে!! মোড়ের দিকে সবগাড়ি একলাইনে খাড়াইন্যা, একটা একটা কইরা গাড়ি ছাড়তাছে!! যেই গাড়িগুলা গুলশান-১ থিকা আইসা বামে তেজগা/ফার্মগেট যাইবো ওইগুলিরেও লাইন করাইয়া খাড়া করাইয়া রাখছে। এইখানে সব সুশৃংখ্যল, কিন্তু এই শৃংখ্যলার বদৌলতে গাড়ির জ্যাম একদিকে মহাখালী - গুলশান-১ থিকা গুলশান-২ নম্বর গোল চত্তর পর্যন্ত রাস্তা বল্ক কইরা রাখছে, অন্যদিকে কাকলী ছাড়াইয়া বননী ওর সেনানিবাস পযর্ন্ত সব খাড়াইয়া!! কিন্তু সামনে জাহাঙ্গীর গেটের কাছে গিয়া দেখি এরপর থিকা পুরা রাস্তা ফাকা!!
তাইতো কই জ্যামটা লাগছে ক্যান! বুঝলাম যে হাতি দিয়া হাল চাল হয় না! আর বুঝলাম ঢাকার রাস্তার আমাগো অশিক্ষিত ট্রাফিক পুলিশই ভাল।
মইদ্ধে দিয়া হুদাই আমার রোজাগায়ে এতখানি রাস্তা হাইট্টা আসা!!
মিলিটারি দিয়া সব কাম খুব সোন্দর ভাবে করান যায় - আমগো দ্যাশে কার মাথাত থিকা যে এই মহান তত্ত্ব খানা বাইর হইছে আল্লায় জানে!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।