আমাদের কথা খুঁজে নিন

   

তপু'র নতুন এলবাম



তপু বাংলাদেশের বর্তমান প্রজন্মের একজন জনপ্রিয় গায়ক,আমার মনে হয় আইডল ও বটে। তপু "ইয়াত্রি/যাত্রী" নামক একটি জনপ্রিয় ব্যান্ডের ভোকাল। "নুপুর","মেয়ে","একটা গোপন কথা","শেষ চিঠি" সহ বেশ কিছু জনপ্রিয় গানের গায়ক এই তপু। তার প্রথম একক এলবাম "বন্ধু ভাবো কি" যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিল,বিশেষ করে "মেয়ে" আর "নুপুর ২" গান দুটি বেশ জনপ্রিয় হয়েছিল। মাইল্ড রোমান্টিক গান আর ভিন্ন ধরনের লিরিকের জন্য তপু অনেকেরি ফেভারিট সিঙ্গার এর লিস্টে বেশ ভালো পজিশানেই আছে।

তার নতুন এলবাম বাজারে এসেছে ঈদ-উল-ফিতার উপলক্ষ্যে,নাম "সে কে?"এলবামের মিউজিক করেছেন রাফা,(তপু,ফুয়াদ,সুমন)। [ এবার অন্য রকম করে রিভিউ করব!!তবে হ্যা,আমি প্রফেশনাল লোক না,সাধারন ভাবে শুনে যেমন লেগেছে তেমন টাই বলার চেস্টা করব,কারো দ্বিমত থাকলে তা যুক্তিপুর্ন ব্যাখ্যা দিয়ে প্রকাশ করলে খুব ই খুশি হব ] আমার মনে হয় রাফা'র মিউজিকে ফুয়াদের স্পষ্টত প্রভাব আছে,সে বিভিন্ন ভাবেই ফুয়াদ কে অনুকরনের চেষ্টা করেছে (হয়ত)। এলবামের সব গান ভালো হয়েছে তা বলব না,তবে সর্বসাকুল্যে ৫ এর ভিতর সাড়ে ৩ দেয়া যায় (বর্তমান প্রেক্ষাপটে)। তপু'র গানে মিউজিক গুলো কেমন জানি এক রকমের,যা ভেরিএশান তা কেবল গলা'র কারুকাজে আর লিরিকের মাঝেই বেশী সীমাবদ্ধ। মৌরি'র সাথে গাওয়া "ভালোবাসি" ট্রাক টা এই এলবামের ফার্স্ট ট্রাক,গান টা ভালোই হয়েছে।

যদিও ব্যাক্তিগত ভাবে আমার কাছে ফিমেল ভয়েস টা ভালো লাগেনি,কেমন যেন খাপছাড়া লেগেছে। এরপর আসবে "জন্মদিন" ট্রাক টা। হ্যা,এ গানটি এই এলবামে আমার সবচেয়ে ভালো লেগেছে এবং এটী একটি "মাস্ট লিসেন টু" গান। লিরিক এবং মিউজিক দুটোই অসাধারন। আর তপু'র মিষ্টি গলা সব মিলিয়ে এই গান টী নিশ্চিত জনপ্রিয়তার দাবীদার।

এর পর আসবে "সাদা রঙ এর স্বপ্ন",এ গান টির শুরুর দিকে বাশীর সুর আপনার মনে অন্যরকম একটা প্রভাব ফেল্বে। একটু ফাস্ট টেম্পোর গান,কিন্তু গান টা খারাপ না। সাবরিয়া নামক একটা মেয়ের সাথে গানটা গেয়েছে সে। এরপর আসছে তপুর বিখ্যাত গান "একটা গোপন কথা" এর আরএনবি ভার্সন। সত্যি বলতে এই ভার্সন টা ভাল লাগেনি,আসল গানটা খুব ই প্রিয় ছিল।

এই ধরনের গানের সাথে এক্সট্রা ড্রাম বিট,রেডিও এফেক্ট আর ফুয়াদীয় স্টাইল সংযোজন করে মনে হল যেন আসল গানটার গালে থাপ্পড় দেয়া হয়েছে। আজকাল এই রিমেক/সেকেন্ড ভার্সন জিনিসটার খুব চল হয়েছে,মনে হয় এলবাম কে জনপ্রিয় করে তোলার জন্য এ পদক্ষেপ,কিন্তু বিষয়টা সবসময় ভালো লাগে না। যাই হোক গান টা শুনে আপনারাই বিচার করুন কেমন হয়েছে। এর পর আসবে টাইটেল ট্রাক "সে কে?",টিপিকাল তপু মার্কা গান। গান টা ভালো হয়েছে,শুনে দেখুন।

মিউজিক একি রকম,একঘেয়েমো,শুধু লিরিক এ বেশ ভেরিয়েশান আছে। তারপর আছে "তুমি চলে যাও",প্রথমে ইন্ট্রো টা বেশ ফাস্ট। লিরিক টাও ভালো-প্রেমিক যেন তার প্রেমিকা কে তার জীবন থেকে চলে যেতে বলছে!!এই গানটা আমার অন্যতম ভালো লাগা গান এই এলবামে। এর পর আসবে "শেষ দেখা" গানটা। প্রথমেই পিয়ানোর হাল্কা মিউজিক অতপর হাল্কা মেজাজে গাওয়া গান।

গানটি'র মিউজিক,লিরিক সব ই ভালো-তপু'র গাওয়া অন্যতম সেরা গান হয়ার দাবীদার। এটিও অন্যতম "মাস্ট লিসেন টু" গান,অবশ্যই শুনে দেখবেন। এরপর "বন্ধু" ট্রাক,এ গান টি খারাপ হয়নি-তবে খুব ভালো ও লাগেনি;লিরিক টি ভালো হয়েছে। এরপর আসছে "বৃষ্টি" গানটি-প্রথমে মোস্ট কমন রেইন এফেক্ট(!!),এমনিতে গানটি খুব একটা ভালো হয়েছে বলবনা,তবে খুব একটা খারাপও হয়নি-মোটামোটি। এরপর একটি ফান ট্রাক,যদিও এর ভিতর ফান করে গাওয়া গানটিও বরং এলবামের অন্য দুই একটা গান থেকে বেশী ই ভালো হয়েছে।

"হামনে উনকি ইয়াদ মে রো রো কে মাটকে ভার দিয়ে ও আয়ে,ও আয়ে অউর নাহাকে চাল দিয়ে" "আমি তার ভাবনায় কেদে কেদে মটকা ভরেছি সে এলো,সে এলো,ওই জলে গোসল করে গেলো,করে গেলো" সবার কাছে অনুরোধ এলবাম ইল্লিগালি ডাউনলোড না করে,লিগাল ডাউনলোড/কিনে শুনুন আর দেশের শিল্পীদের বাচতে দিন। ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।