আমাদের কথা খুঁজে নিন

   

গ্রামীণফোনের নতুন একটা বিজ্ঞাপনে তপুর গাওয়া বন্ধু গান টি

যা চাই তাই-ই পাই,তাই পাই যাহা না পাই,যা না পাই তাই-ই চাই... এই এ্যালবামের গান গুলো আমার খুব পছন্দের। আমি প্রায় শুনি। তপুর সে কে অ্যালবাম । রাফার মিউজিক । অসাধারণ।

২০০৯ এর রোজার ঈদেই অ্যালবামটি প্রকাশ পেয়েছিল। বন্ধু রাফা ft , তপু - সে কে_ সাথে এই ঈদের বোনাস, আমি ছুডু কাল থিকাই উনাকে বেশী ভালা পাই। উনাকে নিয়ে অনেক ছোট - খাটো ঘটনা আছে পিচ্চি কালে। তখন একুশে টি ভি তে বিপ্রতীপ নামে একটা নাটকে উনি অভিনয় করেছিলেন। নাটকে দেখে তাকে খুব ভালো লেগেছিল।

এবং তাকে আমি এবং আমার কাছের এক বন্ধু মিলে খুব খুজা খুজি করি ধানমণ্ডি এলাকায়। খবর পেয়েছিলাম উনি ওখানে থাকত। আমরা উত্তরা থেকে ধানমণ্ডি এসেছিলাম। এখন দুই বন্ধু ঐ কথা মনে করে অনেক হাসা- হাসি করি। এই এড টা দেখার পর বন্ধু আমাকে ফোন দিল যে দেখসস এড টা?  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.