শর্ট কামিজ নিয়ে মৌল বাদ কম হয়নি। ফ্যাশন ডিজাইনার রা এখন অবলাদের লং কামিজ পরাচ্ছেন। এখনো মৌল বাদ থেমে নেই। তারা বলে, কামিজের সাথে ছুচ প্যান্ট যোগ করে মুলাটা নাকি আরো নাকের ডগায় আনা হয়েছে। মুলা নজদিক হওয়ার বেপারে তারা আরো কিছু যুক্তি উত্থাপন করেছে যেমন। -কামিজের কাটা পেট হইতে শুরু। -রেশম কাপড়ের ব্যাবহার। -জিরো ফিগারের ওড়না। তারা হর্মন বিশিষ্ট ছেলেদেরকে অভিলম্বে শাহবাগে অবস্থানের আহ্বান জানায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।