যুক্তি দিয়ে কথার মারপ্যাচ ভালোই বুঝি...
জুমলা নিয়ে বেশ ঘাটাঘাটি করলাম। কিন্তু এক জায়গায় গিয়ে সমস্যায় পড়ে গেলাম। সমস্যা হচ্ছে জুমলার কমপোনেন্ট, মডিউল, প্লাগিনস নিয়ে।
আমার প্রধান সমস্যা হচ্ছে কমপোনেন্ট কি? মডিউল কি? প্লাগিন্স কি? ইংলিশ বই ঘেটেও মনের মতো কোনো উত্তর পেলাম না যা এক কথায় বলে দেয়া যায় এই হচ্ছে অই, অই হচ্ছে এই টাইপ।
এই গুলো কেনো ও কোথায় ব্যবহার করতে হয় তাও বুঝতেছি না। শুধু এই গুলা ডাউনলোড করে ইন্সটল করা পর্যন্ত পারি কিন্তু আসল জিনিস অর্থাৎ কোনটা কি তাই বুঝতেছি না।। সহজ কথায় উত্তর চাচ্ছিলাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।