যে ঘড়ি তৈয়ার করে - সে - লুকায় ঘড়ির ভিতরে
কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস) সম্পর্কে হালকা পাতলা অথবা ভারী জ্ঞান এবং কাজ করার অভিজ্ঞতা বা সাহস থাকলে যোগাযোগ করার নিমন্ত্রন জানাচ্ছি। অন্যকে জুমলা শিখানোর মত সাহস থাকলে ভালো। জুমলায় কাজ করে থাকলে তার উদাহরন সাইট পাঠিয়ে ইমেইল করতে পারেন। কমেন্টে না কমেন্টাইয়ায়, সরাসরি ইমেইল করেন। ফোন নাম্বার দিলে সুবিধা হয়।
ঠিকানা: mysticsaint@জিমেইল ডট কম।
জুমলার কারিগরীতে দক্ষতা থাকলে কিছু বৈদেশীক কাজের (আউটসোর্সড) ব্যাপারে স্যাপার নিয়ে খ্যাপের আলাপ হতে পারে। পারিশ্রমিকের ধরন ঘন্টা প্রতি / প্রোজেক্ট প্রতি । নিদির্ষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করা আর কথা দিয়ে কথা রাখার মানসিকতা না থাকলে যোগাযোগ করার প্রয়োজন নাই।
জুমলার কারিগরীতে দক্ষতা থাকলে কিছু বৈদেশীক কাজের (আউটসোর্সড) ব্যাপারে স্যাপার নিয়ে খ্যাপের আলাপ হতে পারে।
পারিশ্রমিকের ধরন ঘন্টা প্রতি / প্রোজেক্ট প্রতি ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।