আমাদের কথা খুঁজে নিন

   

স্টেরিওগ্রাম ইমেজ



স্টেরিওগ্রাম ছবি আমি প্রথম দেখি ক্লাস থ্রি কিংবা ফোরে থাকতে। আমার ভাবির এক বড় ভাই অস্ট্রেলিয়া থাকে, উনি এরকম ৪ টা ছবিওলা ভিউকার্ড পাঠিয়েছিলেন। অনেকক্ষন তাকিয়ে থাকার পর ডলফিনওলা একটার ছবি দেখতে পেরেছিলাম। বাকি ৩টার ভেতরের ছবি দেখতে পাইনি। কিছু বুঝলেন না ? হুমম না বুঝারই কথা।

পড়তে থাকুন, ধীরে ধীরে আমরা ডিটেইলসে যাচ্ছি। স্টেরিওগ্রাম ছবি হলো সেরকম ছবি যেগুলো প্রথম দর্শনে আমরা নরমাল অর্থহীন একটা টাইলড ছবি হিসেবেই দেখি, কিন্তু একটুক্ষন তাকিয়ে থাকলে ওটার ভেতরে আরেকটা থ্রি-ডি ছবি ভেসে উঠে। নিচে বেশ কয়েকটা স্টেরিওগ্রাম ছবি দেয়া হলো। এবার আসুন জেনে নেয়া যাক কিভাবে এই ভেতরের ছবিগুলো দেখা যাবে। # ছবিটার মাঝের যেকোন একটা বিন্দু বেছে নিন এবং সেটার দিকেই তাকিয়ে থাকুন।

# শক্ত করে তাকিয়ে থাকার দরকার নাই, চোখকে রিল্যাক্সড রাখুন। শুধু সাধারনভাবে তাকিয়ে না থেকে চেষ্টা করুন ছবিটার ভেতর দিয়ে তাকাতে (don't just stare AT the image, try to stare THROUGH it)। মানে এমন ভাবে তাকাবেন যেনো ছবিটা একটা পর্দার মত এবং পর্দার পেছনে আরেকটা ছবি আছে। আপনি পর্দা ভেদ করে তাকাচ্ছেন। একটু পর ছবিটা ঘোলা ঘোলা (out of focus) মনে হবে, এটা স্বাভাবিক।

# এভাবে তাকিয়ে থাকুন, হাল ছেড়ে দেবেন না। একটু পর ভেতরের ছবিটা দেখতে পাবেন। প্রথমটা দেখা হয়ে গেলে পরেরগুলো অনেক সহজে দেখতে পাওয়ার কথা। এরপরেও অনেকে দেখতে না পেলে সেটার কারণ এখানে। রেফারেন্সঃ স্টেরিওগ্রাম ইমেজ


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।