আমাদের কথা খুঁজে নিন

   

মাসীর বাড়ীতে আবদার ....!!

আমি এখন আছি তবে থাকবো কিনা জানি না। "কবি'র কবিতা সে তো পাঠকেরই ঋণ। "

মা বলেছে মাসী তোমার অতি সুন্দর দৃষ্টি তাই তো তোমায় দেখতে এলাম খেতে দাও গো মিস্টি। মাসী বলে আহা হা ছোট্টমণিরা দুষ্টুমি করো না চুপটি করে বসো বোস ব্রাদার্সের রসগোল্লা দেবো আমার কোলে এসো। শোন মাসী , পিঠে পুলি পায়েস দিবে সংগে দিবে খই চলো এবার দাওয়ায় বসে আমার মায়ের কথা কই।

মা যে আমার লক্ষী অতি হাজার তারা ম্লান মায়ের কথা মনে এলেই সুখে ভরে প্রাণ। এতো গোল করি তবুও বকে না আমার মা তুমি কি মাসী আসলেই মায়ের সমান না ! একটি মাত্র মাসী তুমি রাঁধুনীরা বেমানান মায়ের মুখে শুনেছি কত তোমার রান্নার সুনাম ! কী খাওয়াবে তুমি মাসী মনে হয় বড় চিন্তায় আছো নীচে একটা ফর্দ দিলাম এবার তুমি বাঁচো। ইকবালের ক্ষীরের সন্দেশ, আর বনফুলের ঘি ফুলকলির কাঁচা গোল্লা, নোবেলটির দানা মিহি । প্যারামাউন্টের পানতুয়া,মধুবনের মোহনভোগ যে সে কী অপূর্ব সৃষ্টি..........। মুখে দিলেই চোখ বুঝে যায় সাধুর ভাসান মিস্টি........।

আলাউদ্দিনের সেমাই আর পোড়া বাড়ীর চমচম মুকতাকীমের কাবাব খেতে মন যে আজ উচাতন। পোলাও কোর্মা রোস্ট দোপেঁয়াজি আর লাল টকবেগুনে রান্না করা কই ভাজি ভুজি শাক শুক্তো আর দয়াময়ীর দই। আকাশ হয়েছে মেঘলা যখন তখন পড়তে পারে বাজ । খেলা-খেলার বিয়ের ভোজ হবে মাসীর বাড়ীতে আজ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।