আমাদের কথা খুঁজে নিন

   

একটি বাল্পোস্ট (মিউচুয়াল মাসীর পুনর্বহাল, কেউ আমারে মিষ্টি খাওয়া)

‎আমি জানি না, এগুলো ঠিক মোটা দাগের চিন্তা কিনা - ১। বাংলাদেশ নিয়া শেওয়াগ একবার কিছু কথা বলে সমালচিত হয়েছিলেন, মনে আছে ? শেওয়াগ কিন্তু ভুল কিছু বলে নাই, সে যা বলছিল তা সত্যই বলছিল, কিন্তু আমাগো সমালোচনা হইছিল তার স্টাইলটার জন্য। স্বাভাবিক যে ভদ্রতা করা লাগে, সেটা না করার জন্য। এখানেই শচিন গ্রেট, শেওয়াগ কোন সময় আর বড় কিছু হলেও আমাদের কাছে 'ভিলেন' ই থাকবো। ২।

যারা মফস্বলের স্কুলে কলেজে পড়াশুনা করছেন, পরে যখন রাজধানী বা দেশের ভালো কোন কলেজে/ ভার্সিটিতে ভর্তি হইছেন, তারা অনেকেই হয়ত এখন জানেন, ওই মফস্বলের শিক্ষকদের বেশিরভাগই ছিল নিজেদের পড়ানোর বিষয়ে বড় ধরনের অজ্ঞ, ছেলেমেয়েদের শুধু পড়া গিলানো হইত। যে টিচার বেশী আদর করত (সামনে এমন ভাব দেখাইত যে আপনি দুনিয়ার সেরা আকাট মূর্খ), ওই রকম কোন টিচারকে নিয়া যদি কেউ খারাপ কথা কয়, ধরুন তাদের পড়ানোর মান নিয়া ১০০ ভাগ সঠিক কথাই খারাপ ভাবে বলল, ''বাল পড়ায় অমুক টিচার, তার পড়ানোর এইটা এইটা ভুল, ওই বিষয়ে তার কোন ধারনাই নাই, আবাল কোনহানকার '', আপনার কেমন লাগবো ? যদি তার কথা শত ভাগ ঠিকও হয় ? এম্নকি যে টিচারের হাতে বেশী মাইর খাইচেন তারে নিয়াও যদি কয়? ৩। ধর্মরে গালি দিয়া, যে পোস্ট গুলা আসে, ওই সকল মহান পোস্টের লেখকরা কি এই কথা গুলা একটু ভেবে দেখবেন? ৪। আস্তিক ভাইরা, গালি দেয়া জায়েজ, এই ফতোয়া কোন মাজারপন্থি হুজুরও দিছে বলে আমার মনে হয় না। তাহলে এই সব পোস্টের ক্ষেত্রে কি করবেন ? আসিফ মহিউদ্দীন / নাস্তিকদের পোস্ট নিয়ে বিশ্বাসীদের জন্য একটি পরামর্শ ৫।

কেউ আছেন, পরিমল ইস্যুতে অনেক উত্তেজিত, কিন্তু কোন মাদ্রাসা শিক্ষকের ধর্ষণ নিয়া নীরব, কেন ভাই? ইসলাম আমাদের এরকম করার অনুমতি দেয়? ৬। এই আমি কোন এক আবাল ব্লগার কইয়া রাখলাম, চাপাতি লীগ এখন যা করতাছে, সামনে বিনপি আসলে ছাত্রদল (তখন নাম চেঞ্জ হবে) এর চেয়ে বেশী করব । ৭। দেশ নিয়া হতাশ, কি করা যায় ভাবছেন? এই লেখাটা পড়েন বাংলাদেশে একটা রেভুলেশন দরকার: কিন্তু হচ্ছে না কেন? ৮। মত পার্থক্য ? আল্লাহর রাসুলের(সঃ) সাহাবাদের মধ্যেও দ্বিমত ছিল, তাই বলে তারা ইসলামের দুশমন হয়ে যান নাই।

সুরা ফালাক আর নাসের কুরানে অন্তভুক্তি নিয়া অনেকে উচ্চ মর্যাদার সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসুদের দ্বিমত ছিল। চিন্তা করুন, কত বড় বিষয়, আর আমরা সামান্য বিষয় নিয়াও কোপাকুপি করি... ৯। মিউচুয়াল মাসীর পুনর্বহাল, কেউ আমারে মিষ্টি খাওয়া। ১০। কেউ কইবেন ব্যালান্স পোস্ট, কেউ কইবেন বাল্পোস্ট, বা চুশিল পোস্ট, কিন্তু যা লিখছি মন থিকাই লেখসি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.