দুই বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রক্রিয়ায় যে প্রায়োগিক ভুল হয়েছিলো, তার পুরো দায়ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন আইনসচিব হাবিবুল আউয়াল।
আজ বিকেলে আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত সাংবাদিকদের বলেন : আজ কমিটির বৈঠকে উপস্থিত হয়ে আইনসচিব স্বীকার করেছেন যে, সরকার গত ৩০ জুলাই জনপ্রশাসনে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে ঢাকার জেলা ও দায়রা জজ মো. আবদুল গফুর এবং গাজীপুর জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. শাহজাহানকে অবসরে পাঠানোর যে সিদ্ধান্ত নিয়েছিলো, তা ছিলো প্রায়োগিক ভুল। আর এই ভুলের সমস্ত দায় আইনসচিব নিজের কাঁধে তুলে নিয়েছেন।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন : আইনসচিবের বক্তব্যে তারা সন্তুষ্ট হয়েছেন এবং নিজের ভুল স্বীকার করার কারণে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হবে না।
এদিকে আইনসচিব সমস্ত দায়ভার নিজের কাঁধে তুলে নেয়ায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম এবং সংস্থাপন সচিব ইকবাল মাহমুদকে আর ডাকার প্রয়োজন নেই বলে জানিয়েছেন সুরঞ্জিত সেনগুপ্ত। কমিটি এর আগে বলেছিলো : ওই দুজন বিচারকে অবসরে পাঠানোর সিদ্ধান্তের পেছনে মূল ভূমিকা পালন করেছিলেন এইচ টি ইমাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।