আমাদের কথা খুঁজে নিন

   

টেষ্টটিউব বেবী - ঢাকার বাইরে ১ম কুমিল্লায় জন্ম নিল।

ইচ্ছে ঘুড়ি......নাটাই ছাড়া উঁড়ে চলছে...

রাজধানীর বাইরে বাংলাদেশে ১ম টেষ্টটিউব জন্ম নিল কুমিল্লায়। কুমিল্লার একটি প্রাইভেট হসপিটালে ( মাদার কেয়ার ) এ এই টেষ্টটিউব বেবীটি জন্ম নেয়। গতকাল অর্থাৎ ১২ই সেপ্টেম্বর দুপুর ৩.১০মিনিটে এই শিশুটি জন্ম নেয়। শিশুটি একটি কন্যা সন্তান। শিশুটির ওজন ২ কেজী।

ডা. গোলাম আনোয়ার খানের তত্ত্বাবধানে এই বেবীটি জন্ম নেয়। ড. গোলাম আনোয়ার খান বলেন , ইটি পদ্ধতিতে জানুয়ারির ১ম সপ্তাহে এ বেবী জন্মদানের প্রক্রিয়া শুরু হয়। পরিপূর্ন সময়ের ১৭ দিন আগে গতকাল সিজারিয়ানের মাধ্যমে তার জন্ম হয়। জন্মের পর মা ও মেয়ে ২জনই সুস্থ আছে। শিশু বিষয়ক ডাক্তার ডা. হবিবুর রহমান ও এনেসথেসিয়া বিষয়ক ডা. আতাউর রহমান সহ প্রায় ১০ জনের একটি দল এক্ষেত্রে ভূমিকা রাখেন।

সামাজিক কারনে শিশু এবং তার বাবা মায়ের পরিচয় গোপন রাখা হয়েছে। অল্পকিছুদিনের মধ্যে ইসলামী শরিয়তে শিশুটির নাম রাখা হবে। গঠনাটি আজ সকালে আমি জানতে পারি। জানার পর অনেক ভাল লাগলো। তাই ভাবলাম গঠনাটা লিখে রাখি।

আর লিখে রাখার জন্য এই স্থানটি আমার কাছে উৎকৃষ্ট মন হলো। তাই লিখে ফেললাম। যারা এই লিখাটি পরবেন সবাই এই বেবীটির জন্য দোয়া করবেন। ......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।