২০ বছরপূর্তি উৎসবের মধ্য দিয়ে শেষ হলো ১১ দিনের এপনিক ৩৬ সম্মেলন। এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের (এপনিক) আয়োজনে চীনের শিয়ান সিটিতে অনুষ্ঠিত সম্মেলনের শেষ দিনে গত শুক্রবার অনুষ্ঠিত হয় একটি প্ল্যানারি সেশন ও এপনিক মেম্বারস মিটিং। এখান থেকেই ঘোষণা দেওয়া হয় ৩৭তম সম্মেলনের। এশিয়া প্যাসিফিক রিজিওনাল ইন্টারনেট কনফারেন্স অন অপারেশনাল টেকনোলজিসের সঙ্গে আগামী বছরের ফেব্রুয়ারি ব্যাংককে অনুষ্ঠিত হবে এই সম্মেলন। সমাপনী ডিনারের মধ্য দিয়ে শেষ হয় সম্মেলন।
২০ আগস্ট এই সম্মেলন শুরু হয়। সমাপনী দিনে এপনিকের ২০ বছরপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত দুটি সেশনে এপনিকের কার্যক্রম ও বিভিন্ন কমিটির রিপোর্ট সবার সামনে তুলে ধরা হয়। এপনিক নির্বাহী কমিটির চেয়ারম্যান মায়মুরা আকিনুরির সভাপতিত্বে অনুষ্ঠিত এ দুটি সেশনে উপস্থিত ছিলেন এপনিকের ডিরেক্টর জেনারেল পল উইলসন ও নির্বাহী কমিটির সদস্যরা। এবারের আয়োজনে ২০ থেকে ২৪ আগস্ট অনুষ্ঠিত হয়েছে ট্রেনিং ওয়ার্কশপ। এরপর ২৬ থেকে ৩০ আগস্ট অনুষ্ঠিত হয়েছে মূল সম্মেলন।
এখানে মূলত আইপিভি-৬, ইন্টারনেট গভর্নেন্সসহ ইন্টারনেটের বিভিন্ন নীতিগত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সম্মেলনের স্থানীয় আয়োজক ছিল চায়না ইন্টারনেট নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (সিএনএনআইসি) ও বেইজিং ইন্টারনেট ইনস্টিটিউট (বিআইআই)। এ ছাড়া এপনিকের এই সম্মেলন আয়োজনে সহযোগিতা করেছে চায়না মোবাইল, চায়না ইউনিকম, চায়না টেলিকম, গুগল, ইন্টারনেট সোসাইটি, আইপিটিপি নেটওয়ার্কস, নেটওয়ার্ক স্টার্টআপ রিসোর্স সেন্টারসহ বেশ কিছু আন্তর্জাতিক প্রতিষ্ঠান। * ইনফোটেক ডেস্ক
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।