আমাদের কথা খুঁজে নিন

   

নীতিবান বোধ হয় আছেন কিছু এদেশে।।

হাম্বালীগ হৈলে অফ যা। রাজাকার হৈলে গদাম।

নাহ, এসব রাজনৈতিক বলয়ের লোক দিয়ে আসলেই দেশের কিছু হবে না। ক্ষমতায় গেলে সবগুলোই নেড়িকুত্তা। দেশের সম্পদ লুট করতে বদ্ধ পরিকর বর্তমান হাসিনা সরকারকে আমরা দেখছি।

জোরগলায় বলতে পারি, দেশপ্রেমিক শতভাগ লোক সরকারের এ সিদ্ধান্তের বিপরীতে। জনমতের বৈপরীত্যে তাহলে এ আবার কিসের জনগণের সরকার- আমার বোধগম্য নয়। শুনলাম কাল মুক্তাঙ্গনে চলবে প্রতিবাদসভা। জানিনা কারা আছেন দায়িত্বে। তবে, ধারনা করছি বাম ঘরানার নেতাকর্মীরা রয়েছেন লীডে।

বাতাসে বইছে আরেক তরঙ্গ। প্রয়োজন গনমানুষের হরতাল। যদি তা-ই হয়ে থাকে, তবে প্রত্যক্ষভাবে আমি ঐ কর্মসূচীতে অংশগ্রহণ করব। ব্লগাররা, আমাদের সবারই জানা কিছু ধারা উল্লেখ করছি। বিনএনপি-জামায়াত আমলে আমি দেখিনি জামায়াত বা বিএনপি কেউ কারও অন্যায়ের প্রতিবাদ করেছে।

কিন্তু আমার ধারণা যদি সত্য হয়ে থাকে, তাহলে আমরা দেখছি ক্ষমতাসীন আওয়ামী সরকারের প্রতিবাদ করছে তাদেরই মিত্রশক্তি বাম ঘরানার মানুষ। দেশের জন্য এটা পজিটিভ। যদি বামরা এর লীডে না থেকে থাকেন, তাও আমার বিশ্বাস দেশে আজও নীতিবান ও দেশপ্রমিক শক্তি রয়েছে। তাদের প্রতি রইল সশ্রদ্ধ স্বনিবেদন। কেন এ নীতিবান ও দেশপ্রেমের প্রকৃত চেতনাধারী শক্তি ঐক্যবদ্ধ হতে পারছে না- জানা নেই।

তবে একথা সত্য যে "চেইন্জ উই নিড" তরীতে বর্তমানে আমরা যাদেরকে দেখছি, তারা আসলে তা ছিল না। "বাংলাদেশ টেন্ডার লীগ" অভিধায় ধীরে ধীরে তারা পরিচিত হতে চলেছে। মজা লাগে একটা ব্যাপারে। অনান্যবার ক্ষমতার পালাবদলে দেখা যেত প্রতিপক্ষের লোকজনদের উপর নির্মম অত্যাচার। এবার তা অপেক্ষাকৃতভাবে কম হলেও ক্ষমতার দ্বন্দ্বে তারা নিজেরাই নির্মমতার শিকার।

ব্যাপারটি এরকম যে মারামারি করার জন্য হাত চুলচুল করছে। গা চুলকাচ্ছে। সেটা করতেই হবে। যারা নিজেরাই ঐক্যবদ্ধ নয়, তারা কিভাবে দেশ টিকিয়ে রাখবে স্রষ্টা ভাল জানেন বোধ করি। প্রশ্নটা এখানেই।

এসব মানসিক বিকৃতিসম্পন্ন রাজনৈতিক দলের বিপরীতে নতুন এক শক্তি প্রয়োজন। যেখানেই দেশবিরোধী কাজ, যেখানেই আমাদের স্বার্থে আঘাত লাগছে, তাৎক্ষণিকভাবে তার প্রতিবাদ করতে হবে। সেটা আমাদের মিত্রশক্তির অপরাধ হলেও। প্রয়োজন সভ্যতা পরিবর্তনের জন্য অদম্য সাহস। প্রয়োজন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার মনমানসিকতা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।