আমাদের কথা খুঁজে নিন

   

ঐশীর ঘটনা প্রমান করে প্রকৃত ধর্ম শিক্ষা ব্যতীত মানুষের পক্ষে নীতিবান, চরিত্রবান, সৎ মানুষ হয়ে থাকা অসম্ভব ।



আজ সমাজে নানা স্বাধীনতার ছড়াছড়ি । বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, নারী স্বাধীনতা, যা খুশি তা করার স্বাধীনতা ইত্যাদি ইত্যাদি । এই সকল স্বাধীনতার দোহাই দিয়ে আজ সমাজে সকল পাপাচার , হারাম কাজ , নিষিদ্ধ কাজ, বেআইনী কাজ , ধর্মীয় বিরুদ্ধ কাজ জায়েয করার চেষ্টা চলছে । অবস্থা এমন হয়েছে যে আপনি যদি কাউকে হক কথা বলেন , বাজে কাজে বাধা প্রদান করেন , প্রতিবাদ করেন তাইলে দেখা যায় উক্ত ব্যক্তি নানা স্বাধীনতার দোহাই দিয়ে হয় অগ্রাহ্য করে, না হয় আপনাকে নাজেহাল করে। আজ পরিবারে , সমাজে একজন সন্তানের চোখ ঠিকমত না ফুটতেই ব্যক্তি স্বাধীনতার দোহাই দিয়ে পরিবারের আদেশ-নিষেধ অমান্য করে।

যার ফলে সমাজে , পরিবারে, দেশে একধরনের অস্থিরতা সৃষ্টি হয়েছে । ঐশী আমাদের জন্য একটি উদাহরন মাত্র । এমন হাজারো ঘটনা অপ্রকাশিত রয়ে গেছে । মানুষ আজ নিজেকে অনেক শিক্ষিত মনে করে । এই ভেবে তুষ্ট হন যে জীবনে তিনি অনেক কিছু করে ফেলেছেন ।

কিন্তু আসলে কি তাই ? দুনিয়াবী পড়াশুনা করে সে দুনিয়ার ফায়দা হাসিল করতে পারে কিন্তু একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে পারে কি ? পারেনা । কারন দুনিয়াবী যে শিক্ষা তা তাকে নীতি শিক্ষা দেয়না, আচরন শিক্ষা দেয়না, কি করা উচিত আর কি করা উচিত না সে শিক্ষা দেয়না, সম্পর্কের মুল্যায়ন শিক্ষা দেয়না,মা-বাবা কি হক তা শিক্ষা দেয়না , ইহকাল-পরকালের বিধি-নিষেধ শিক্ষা দেয়না । তাহলে কি করে মানুষ প্রকৃত শিক্ষিত হইতে পারে ? যদি সত্যিকারের মানুষ হিসেবে গড়ে ঊঠতে চায় তাহলে একজন মানুষের ধর্ম শিক্ষার কোন বিকল্প নাই । আমরা যদি আমাদের সন্তানদের , নিজেদের প্রকৃত মানুষ হিসেবে ইহকালে-পরকালে কামিয়াব হিসেবে দেখতে চাই তাহলে আমাদের অবশ্যই প্রচলিত শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার উপর আমাদের আরো জোর দিতে হইবে ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।