কেউ শুনে না কারো কথা
সবাই এখন রাজা
সবাই এখন রাজা রে ভাই
সবাই এখন রাজা
ক্রেতারা সব হতে চায়
পণ্য বিক্রেতা
বিক্রেতা সব হতে চায়
খুচরা পণ্য ক্রেতা
চাঁদাবাজের চাঁদা বাড়ে
হারে গুন গুন
চাঁদার ভয়ে বিক্রেতা যে
গুনছে তিন দুই
এই বুঝি ভাই প্রাণ চলে য়ায়
রইল বাকি কি
শেষ সুযোগে দাম বাড়িয়ে
তাই যে বাজার গরমে
কেউ শুনে না কারো কথা
সবাই এখন রাজা
সবাই এখন রাজা রে ভাই
সবাই এখন রাজা
ফাইলা বন্ধ রেখে হাত নিচে দিয়ে
যদি কিছু পাওয়া যায়
তাহলে মন্দ কি ভাই
পকেট টাও গরম হলো
ঈদের বাজার দারুন হলো
রইল বাকি কি
যার মন যা যা চায়
তা পেতে দেরী নয় আর
সবাই এখন রাজা রে ভাই
সবাই এখন রাজা রে ভাই
চলতে চাইলে ফুটপাতে
হকারেরা দোকান পাতে
যাচ্ছে যাওয়া তাই
কি হলো আজ কোন পথে
কোন ঘাটেই বা কি
কে রাখে তার খোঁজ খবর ?
কেউ শুনে না কারো কথা
সবাই এখন রাজা
সবাই এখন রাজা রে ভাই
সবাই এখন রাজা
আইন হয় আদালত বয়
আইন মানে ক'জনা
যারা কিছু আইন করে
তাদের পিছু আইন ছুটে
মাসে মাসে মানুষ মরে
মানুষে মানুষ মারে
যারা মারে তাদের খবর
কেউ যে দিতে পারে না
সবাই যখন রাজা হয়
প্রজা তো কেউ থাকে না
প্রজাতন্ত্রের প্রজাগণ
রাজা কাউকে মনে না
এই যদি চলার পথ
থামতে হবে এখনই
রাজা যদি যোগ্য
প্রজাতন্ত্রের প্রজাগণ
সকল কাজে বাধ্য হন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।