আমাদের কথা খুঁজে নিন

   

একটি গান শুনে শুনে ক্ষয় করছি প্রতারিত শ্রবণ

ডুবোজ্বর

১৪০৪১০ শূন্যতা ফিরে আসো বাজারের পশ্চিম গলিপথ ধরে একটি হাওয়া এসে বসেছে বিছানার কোণে অনেকদিন অবসর এসে ক্লান্ত করে পদতলে উত্তাপ একটি গান শুনে শুনে ক্ষয় করছি প্রতারিত শ্রবণ গানের রেখায় কাঁপছে হালকা নিমফুল সুর এই রঙ কখনো দৃষ্টির শেষে ডানা মেলেছিলো মন মনে পড়ে রেইন্ট্রির বাকলে হাত রেখে গল্পবিকেল চোখবন্ধ রোদে ধুয়ে গেলে দৃষ্টির আতশ কিশোরীর চিবুক ছুঁয়ে থাকে দালিমের পাতাপল্লব বিভোর হয়ে আসো বকুলের ঝাঁক আঙুলের উঠানে ক্লান্ত করো সুঁইসুতো মাঠের নথ ও নাকছাবি একা জুঁই হয়ে নুয়ে পড়ো বেলির আকার নারকেল বন পৃথিবীর যতো চুলের বেলকনি ঝুর ঝুর বহুদূর ঝরো পশ্চিম মিনারে ব্যস্ত প্রহর ঘড়ির নগ্নতা বয়ে বেড়ায় চুয়াল্লিশবছরের দুপুরে একই গানের বিহ্বলতা তাড়ায় তেতে উঠে পুকুরের সবুজ উদ্ভাস কচুরির ভাসানে একটি হাওয়া বিছানাকে বিন্যস্ত আর অবিন্যস্ত করে অবশেষে ডার্করুমে উড়তে থাকা লুসিফেরিন এসো প্রোথিত করো সীমাহীন তোমার রন্ধ্রে রক্তলগ্ন সন্ধ্যায় রাত ১২:৪৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.